pranab mukherjee

‘ভারতরত্ন’ প্রণব মুখোপাধ্যায়

দেশের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছাড়াও আরও দু’জনকে এ বার এই সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ২১:০৫
Share:

প্রণব মুখোপাধ্যায়।—ফাইল চিত্র।

প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় বড় ঘোষণা ভারত সরকারের। ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।

Advertisement

দেশের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছাড়াও আরও দু’জনকে এ বার এই সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে। তাঁরা হলেন ভূপেন হাজরিকা এবং নানাজি দেশমুখ। তবে রাজনীতিক তথা সমাজকর্মী নানাজি এবং প্রখ্যাত সজ্ঞীতজ্ঞ ভূপেন প্রয়াত। তাঁদের মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে।

প্রজাতন্ত্র দিবসের আগের দিনেই রাষ্ট্রপতি ভবন থেকে এই তিন জনকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়। প্রণব মুখোপাধ্যায় সহ এই তিন জনের ‘ভারতরত্ন’ পাওয়া নিয়ে একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইটে তাঁর মন্তব্য, ‘ এই সময়ে প্রণবদা আমাদের দেশের এক জন অসামান্য নাগরিক। কয়েক দশক ধরে তিনি নিরলস দেশকে সেবা করে চলেছেন। দেশের উন্নয়নে তাঁর অবদান অত্যন্ত স্পষ্ট। তাঁর ‘ভারতরত্ন’ পাওয়ার খবরে আমি আনন্দিত।’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন