Dual PAN Card Case

আবার সাজার মুখে সপুত্র আজম খান! দু’টি প্যান কার্ড রাখার অপরাধে সাত বছর জেল সমাজবাদী নেতাদের

এর আগে পৃথক ফৌজদারি মামলায় কারাদণ্ডের সাজাপ্রাপ্ত হয়ে সমাজবাদী পার্টির নেতা আজম খান সাংসদ পদ এবং তাঁর পুত্র আবদুল্লা আজম খান বিধায়ক পদ হারিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২১:২০
Share:

(বাঁদিকে) পিতা আজম খান এবং পুত্র আবদুল্লা আজম খান (ডানদিকে)। —ফাইল চিত্র।

দু’টি প্যান কার্ড রাখার অপরাধে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী মহম্মদ আজম খান এবং তাঁর পুত্র তথা প্রাক্তন বিধায়ক আবদুল্লা আজম খানের সাত বছর জেলের সাজা হল। সোমবার সে রাজ্যের বিশেষ এমপি-এমএলএ কোর্ট (সাংসদ-বিধায়ক আদালত) এই সাজা শুনিয়েছে।

Advertisement

বিশেষ আদালতের বিচারক রাকেশকুমার মৌর্য রায় ঘোষণা করে জানান, জালিয়াতি ও সরকারি নথি জাল করা এবং প্রতারণামূলক ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আজম ও আবদুল্লা। বয়স বেশি দেখিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যেই আবদুল্লা জাল নথি দেখিয়ে দ্বিতীয় প্যান কার্ড বানিয়েছিলেন বলে জানিয়েছে আদালত।

এর আগে পৃথক ফৌজদারি মামলায় কারাদণ্ডের সাজাপ্রাপ্ত হয়ে সমাজবাদী পার্টির নেতা আজম খান এবং তাঁর পুত্র আবদুল্লা বিধায়ক পদ হারিয়েছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সরকারি অফিসারকে কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিধায়কপদ হারিয়েছিলেন আবদুল্লা। ২০০৭ সালে রামপুরে সিআরপিএফের উপর হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি। তার আগে ২০২২ সালের অক্টোবরে ঘৃণাভাষণের মামলায় তিন বছর জেলের সাজা পাওয়ায় বিধায়কপদ হারিয়েছিলেন আজম। ২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে তিনি তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রামপুরের জেলাশাসক অনুজেন্দ্র সিংহের বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তৃতা করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement