মোদীর ‘মনসা পুজো’, কটাক্ষ নেতাজি যাত্রায়

দেশের সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ‘ব্যর্থ’ প্রধানমন্ত্রী এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আবেগকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কাজে লাগাচ্ছেন বলে সরব হল ফরওয়ার্ড ব্লক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

প্রধানমন্ত্রী এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আবেগকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন বলে সরব হল ফরওয়ার্ড ব্লক।

দেশের সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ‘ব্যর্থ’ প্রধানমন্ত্রী এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আবেগকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কাজে লাগাচ্ছেন বলে সরব হল ফরওয়ার্ড ব্লক। রাজ্যে ১০ দিনের ‘নেতাজি ভাবনা যাত্রা’ শেষে সোমবার এলগিন রোডের সমাবেশে ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের মন্তব্য, ‘‘বাঁ হাতে মনসা পুজোর মতো প্রধানমন্ত্রী নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছেন!’’ কেন্দ্রীয় সরকার নেতাজির প্রতি শ্রদ্ধায় সত্যিই আন্তরিক হলে তারা কেন সুভাষচন্দ্রের জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন দেবব্রতবাবুরা। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, চেয়ারম্যান বরুণ মুখোপাধ্যায়দের বক্তব্য, নেতাজির আদর্শ ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তাঁদের দাবি, সেই নেতাজিকে নিয়ে হইচই করার কোনও অধিকারই নেই বিজেপির!

Advertisement

এলগিন রোডে এ দিনের সমাবেশ ছিল নেতাজির বাড়ির কাছে। লালকেল্লায় ‘আজাদ হিন্দ সরকারে’র প্রতিষ্ঠা দিবসে পতাকা তোলা বা আন্দামানে মোদীর নানা উদ্যোগে নেতাজির পরিবারের একাংশ যে ভাবে পাশে দাঁড়িয়েছে, তা নিয়েও পাল্টা আক্রমণ শানিয়েছেন ফ ব নেতারা। নেতাজির জন্মদিনকে কাল, বুধবার ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন করে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে অনুষ্ঠান করবেন বামফ্রন্টের নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement