—ফাইল চিত্র।
পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোট নিয়ে দেশের দু’প্রান্তে দু’রকম ছবি দেখা গেল। মহারাষ্ট্রে যেখানে পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোটে অরুচি দেখাল চোরেরা, জম্মু-কাশ্মীরের ছবিটা আবার সম্পূর্ণ ভিন্ন। এই নোট ‘দুর্যোগ’-এর সময়ে সেখানে ব্যাঙ্ক লুঠে লক্ষাধিক পুরনো নোট নিয়ে চম্পট দিল কয়েকজন দুষ্কৃতী। দুষ্কৃতীদের লুঠ করা ১৩ লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকাই পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট! সোমবার এই ঘটনাটি ঘটেছে শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে মালপোরার একটি ব্যাঙ্কে।
এ দিন সকালে ব্যাঙ্কের কাজ তখন প্রায় শেষ। ব্যাঙ্ক কর্মীদের প্রত্যেকেই কাজ গুছিয়ে বেরনোর তোড়জোড় করছিলেন। এমন সময়ে কালো কাপড়ে মুখ ঢাকা চার দুষ্কৃতী ব্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্ক লুঠ করে তারা। ব্যাঙ্কে মজুত ১৩ লক্ষ টাকা বস্তা বন্দি করে চম্পট দেয়। ব্যাঙ্ক সূত্রের খবর, ওই ১৩ লক্ষ টাকার ১১ লক্ষ টাকাই হল পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট। যার উপর ৮ নভেম্বর থেকেই নিষেধাজ্ঞা জারি করেছে মোদী। মোদীর এই নিষেধাজ্ঞা জারির পর থেকেই পুরনো টাকা বদলানোর হিড়িক পরে গিয়েছে ব্যাঙ্কে। সেখানে দুষ্কৃতীদের এমন কাণ্ডে তাজ্জব দুঁদে পুলিশ কর্মীরাও।
আরও পড়ুন: চোরেরাও পাত্তা দিচ্ছে না পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট!