বাসে চেপে দলবল নিয়ে সিনেমা দেখাতে যাচ্ছেন পরিচালক। প্রথাগত ভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সে ছবি। নাট্যমঞ্চে পর্দায় প্রোজেকশন করে দেখানো হচ্ছে ছবি। প্রদীপ্ত ভট্টাচার্যের ‘নধরের ভেলা’র সেই ছকভাঙা যাত্রায় আনন্দবাজার ডট কম। কেন এ ভাবে পরিবেশনা? ছকভাঙা সিনেমা বানানোর সঙ্গে সঙ্গে কেন ছকভাঙা পরিবেশনার কথাও ভাবছেন পরিচালক?