Digital Arrest

ডিজিটাল গ্রেফতারি: পুলিশ সেজে বাড়িতেও পৌঁছে যাচ্ছে সাইবার প্রতারকেরা! নয়া কৌশল

‘ডিজিটাল গ্রেফতারি’ বেড়ে গিয়েছে। ভুয়ো পরিচয়ে ফোন করে অনলাইনেই হাতিয়ে নেওয়া হচ্ছে সর্বস্ব। তা নিয়ে বার বার সতর্ক করছে প্রশাসন। নয়ডায় জারি করা হয়েছে সতর্কবার্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১০:৩২
Share:

‘ডিজিটাল গ্রেফতারি’ নিয়ে বার বার সতর্ক করছে প্রশাসন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পুলিশ বা সরকারি কর্মী সেজে সোজা বাড়িতে পৌঁছে যাচ্ছে সাইবার প্রতারকেরা। ভুয়ো গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে ভয়ও দেখাচ্ছে। তাদের ফাঁদে পা দিলেই বিপত্তি। এই মর্মে নয়ডায় একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। বিভিন্ন আবাসন কর্তৃপক্ষ ফ্ল্যাটগুলির বাসিন্দাদের হাতে সেই সতর্কবার্তা তুলে দিয়েছেন। যদিও স্থানীয় পুলিশ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও অভিযোগ পায়নি বলে জানিয়েছে।

Advertisement

‘ডিজিটাল গ্রেফতারি’ বেড়ে গিয়েছে। ভুয়ো পরিচয়ে ফোন করে অনলাইনেই হাতিয়ে নেওয়া হচ্ছে সর্বস্ব। তা নিয়ে বার বার সতর্ক করছে প্রশাসন। এর মাঝেই ‘ডিজিটাল গ্রেফতারি’র নতুন কৌশল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে নয়ডায়। ফ্ল্যাটের বাসিন্দাদের যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাতে এমন একটি ঘটনার উল্লেখ করেছেন কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, সম্প্রতি একটি আবাসনে ভুয়ো পরিচয়ে এসেছিলেন প্রতারকেরা। তাঁরা দাবি করেছিলেন, তাঁরা আদালত থেকে আসছেন। কোর্ট সংক্রান্ত কাজ রয়েছে ওই আবাসনের এক পরিবারের সঙ্গে। কিন্তু আবাসনের নিরাপত্তারক্ষীরা তাঁদের ঢুকতে দেননি। পরে আবার পুলিশ নিয়ে এসেছিলেন তাঁরা। তবে সেই পুলিশও ছিল ‘ভুয়ো’।

পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে যান নিরাপত্তারক্ষীরা। প্রতারকদের বাড়িতে ঢুকতে দেন তাঁরা। তার পর একটি ফ্ল্যাটে গিয়ে তাঁরা দীর্ঘ ক্ষণ দরজায় কড়া নাড়ে। গ্রেফতারির ভয়ও দেখায়। কিন্তু ওই ফ্ল্যাটের বাসিন্দারা দরজা খোলেননি। কিছু ক্ষণ পর আবাসন থেকে চলে যায় অভিযুক্তেরা। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ। সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয় এলাকার প্রত্যেক আবাসনে।

Advertisement

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তাদের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে সাইবার প্রতারণা এবং ‘ডিজিটাল গ্রেফতারি’ নিয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশও। তাদের বক্তব্য, সাইবার অপরাধদমন শাখা চেষ্টা করছে। কিন্তু এই ধরনের ‘ডিজিটাল গ্রেফতারি’ থেকে বাঁচতে তৎপর হতে হবে সাধারণ মানুষকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement