Kumbh Mela

কুম্ভ মেলায় নতুন আর্কষণ ‘ফরাসী বাবা’

ফরাসি নাগরিক ড্যানিয়েল গত ৩০ বছর ধরে ভারতে থাকছেন। হিন্দু ধর্মে রূপান্তরিতও হয়ে ড্যানিয়েলের নতুন নাম হয়েছে ‘ভগবান গিরি’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:২০
Share:

ইনিই সেই ফ্রেঞ্চ বাবা। ছবি টুইটার থেকে।

পৌষ সংক্রান্তির দিন থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হবে কুম্ভ মেলা। কিন্তু ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ভিড় জমাতে শুরু করেছেন সাধু সন্তরা। আগত সাধুদের মধ্যে এখন আর্কষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফরাসি সাধু ড্যানিয়েল।

Advertisement

ফরাসি নাগরিক ড্যানিয়েল গত ৩০ বছর ধরে ভারতে থাকছেন। হিন্দু ধর্মে রূপান্তরিতও হয়ে ড্যানিয়েলের নতুন নাম হয়েছে ‘ভগবান গিরি’। ‘আনন্দ আখড়া’ নামের একটি মঠের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। এত বছরের চেষ্টায় ভাঙা ভাঙা হিন্দি বলতে পারেন তিনি। তা দিয়েই সনাতন ধর্মের কথা অন্যদের শোনাতে চান ভগবান গিরি।

‘‘আমি সনাতন ধর্মকে ভালবাসি। এটা শান্তির ধর্ম। আমরা একেশ্বরবাদী। তাই এক ঈশ্বরই বহু নামে বিরাজ করছে আমাদের মধ্যে।’’ হিন্দু ধর্ম নিয়ে এটাই ফরাসি ড্যানিয়েলের উপলব্ধি। তাই ভাঙা ভাঙা হিন্দিতে তিনি বলে বেড়ান, ‘প্রেম হি তো সব আনন্দ হ্যায়।’ অর্থাত্ যদি প্রেম থাকে তাহলে আনন্দে থাকবে।

Advertisement

আরও পড়ুন: সৌজন্যে ভুতুড়ে টুইট, সিবিআই-আরবিআইয়ের পর এ বার প্রকাশ্যে রেলের কোন্দল

ভগবান গিরি হওয়ার পর থেকে তিনি গেরুয়া কাপড় পরেন ও কপালে হলুদ-চন্দন লাগান। তিনি মঠের ‘গুরুভাই’দের সঙ্গেই খাবার খান ও তাঁদের মতো সন্ন্যাসীর জীবন যাপন করেন।

ড্যানিয়েলের গুরুভাই লক্ষণ গিরি জানিয়েছেন, ‘‘আনন্দ আখড়ায় নিয়মিত যোগা ও ধ্যান করেন ড্যানিয়েল। ভজনের সময় তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য।’’

যোগী রাজ্যে সারা কুম্ভমেলা জুড়েই পূণ্যার্থীদের নজর কাড়বেন এই ‘ফরাসি বাবা’।

আরও পড়ুন: যোগীর ‘ঠোক দো’ নীতিতে মরছে পুলিশ: অখিলেশ

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন