চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানকে বসানোর বিরুদ্ধে আগের বছরটা প্রায় পুরোটাই লড়াই-আন্দোলনে কাটিয়েছে পুণে ফিল্ম ইন্সটিটিউট। দু’বছর পরে এ বার নতুন ছাত্রছাত্রী নেওয়া হবে সেখানে। তার আগে ছাত্রছাত্রীদের লিখিত মুচলেকা দিতে হবে যে, তাঁরা প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলবেন। আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার প্রতিষ্ঠানের থাকবে।
অনেকের মতে, গজেন্দ্র-বিরোধী আন্দোলনের জেরে ছাত্রদের বেড়ি পরাতেই এই মুচলেকার বন্দোবস্ত। যদিও ইন্সটিটিউট কর্তৃপক্ষের বক্তব্য, এ কোনও নতুন পদক্ষেপ নয়। এর আগেও এই মুচলেকা জমা দিতে হয়েছে ছাত্রদের।
প্রতিষ্ঠান সূত্রে খবর, ২০১৪-র পর ফের এ বছর ছাত্র ভর্তি নেওয়া হবে। তাঁদের পাঁচটি মুচলেকায় সই করে জানাতে হবে, প্রতিষ্ঠানের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনও রকম প্রতিবাদ জানাবেন না পড়ুয়ারা। ছাত্রদের অভিযোগ, প্রতিষ্ঠানের স্বশাসন এমনিতেই নষ্ট হতে বসেছে। এ বার মুচলেকা লিখিয়ে তাঁদের বাগে আনার চেষ্টা করছেন কর্তৃপক্ষ।