Tajmahal

ঝড়ের তাণ্ডব আগরায়, ভাঙল তাজমহলের গেট

শুক্রবার রাতে প্রবল ঝড় হয় আগরায়। হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১২৪ কিলোমিটার।

Advertisement

সংবাদ সংস্থা

আগরা শেষ আপডেট: ৩১ মে ২০২০ ১৮:৫৯
Share:

ভেঙে গিয়েছে তাজমহলের রেলিং। সারাইয়ের কাজ চলছে। ছবি: এএফপি।

ঝড়ের হাত থেকে রক্ষা পেল না তাজমহলও। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় তাজমহলের মার্বেল রেলিং এবং স্মৃতিসৌধের মূল গেট।

Advertisement

শুক্রবার রাতে প্রবল ঝড় হয় আগরায়। হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১২৪ কিলোমিটার। ঝড়ে মৃত্যু হয়েছে তিন জনের। বড় বড় গাছ উপড়ে গিয়েছে। উপড়ে যায় বিদ্যুতের খুঁটিও।

তাজমহলের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট অঙ্কিত দেব জানান, প্রবল ঝড় ও বৃষ্টিতে তাজমহলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্বেলের একটি রেলিং যমুনা নদীতে ভেঙে পড়েছে।আরও একটি রেলিং ভেঙে পড়ে তাজমহল চত্বরেই। প্রায় ১০টি গাছ উপড়ে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: জি-৭ পিছোচ্ছে, ভারত, রাশিয়াকেও ডাকতে চান ট্রাম্প

অঙ্কিত আরও জানান, হাওয়ার গতি এতটাই ছিল যে মূল কাঠের দরজাটা উপড়ে ফেলে দিয়েছে। একটি ফলস সিলিংও ভেঙে পড়েছে। তবে সেগুলো সারাইয়ের কাজ শুরু হয়েছে বলেও জানান অঙ্কিত।

এই প্রথম নয়, এর আগেও এমন ঝড়ের মুখে পড়েছিল তাজমহল। সেটা ছিল ২০১৮ সালের ১১ এপ্রিল। সে সময়ও স্মৃতিসৌধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন