নতুন লোকসভায় কোটিপতি সাংসদ অন্তত ৪৭৫     

নতুন লোকসভায় সবচেয়ে ধনী সাংসদ হতে চলেছেন ছিন্দোয়াড়ার নকুল নাথ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুলের সম্পদের পরিমাণ ৬৬০ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মে ২০১৯ ০২:৩৮
Share:

—ফাইল চিত্র।

আগামী লোকসভায় কোটিপতি সদস্যের সংখ্যা অন্তত ৪৭৫। বিজয়ী প্রার্থীদের হলফনামা ঘেঁটে এই তথ্য জানিয়েছে ‘অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)’। লোকসভার আসন মোট ৫৪৫টি। দু’জন সদস্য মনোনীত হন। আর তামিলনাড়ুর একটি আসনে ভোট হয়নি। বাকি ৫৪২টি আসনে যাঁরা জিতেছেন তাঁদের মধ্যে বিজেপির দু’জন ও কংগ্রেসের এক জনের তথ্য সংগ্রহ করতে পারেনি এডিআর। সে কারণে কোটিপতির সংখ্যার আগে একটি অন্তত বসিয়েছে তারা। সপ্তদশ লোকসভার সদস্যদের গড় সম্পদের পরিমাণ ২০ কোটি ৯৩ লক্ষ টাকা। ৫ কোটি টাকার বেশি রয়েছে ২৬৬ জন সদস্যের কাছে।

Advertisement

নতুন লোকসভায় সবচেয়ে ধনী সাংসদ হতে চলেছেন ছিন্দোয়াড়ার নকুল নাথ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুলের সম্পদের পরিমাণ ৬৬০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে কন্যাকুমারীর বসন্তকুমার এইচ (৪১৭ কোটি টাকা)। তার পরে আছেন বেঙ্গালুরু রুরাল কেন্দ্রের ডি কে সুরেশ। নকুল, বসন্তকুমার, সুরেশ— তিন জনেই কংগ্রেসের।

এডিআর জানাচ্ছে বিজেপির ৩০৩ বিজয়ী প্রার্থীর মধ্যে যে ৩০১ জনের তথ্য তারা পেয়েছে, তাঁদের মধ্যে কোটিপতি ২৬৫ জন। আর এনডিএ-তে তাদের শরিক শিবসেনার ১৮ জন বিজয়ী প্রার্থীর প্রত্যেকেই কোটিপতি। কংগ্রেসের বিজয়ী মোট ৫২ জন। এক জনের হিসেব এডিআর পায়নি। বাকিদের মধ্যে কোটিপতি ৪৩ জন। সংখ্যায় কম হলেও শতকরা হিসেবে এ ব্যাপারে বিজেপির চেয়ে এগিয়ে আছে রয়েছে কংগ্রেস। বিজেপির ৮৮ শতাংশ বিজয়ী প্রার্থী কোটি টাকা বা তার বেশি সম্পদের মালিক। কংগ্রেসের ৯৬ শতাংশ। ডিএমকেরও ৯৬ শতাংশ বিজয়ী প্রার্থী, ২৩ জনের মধ্যে ২২ জন কোটিপতি। ২২ জন করে জিতেছেন তৃণমূল এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের। এঁদের মধ্যে তৃণমূলের ২০ জন (৯১ শতাংশ) এবং অন্ধ্রের দলটির ১৯ জন (৮৬ শতাংশ) কোটিপতি।

Advertisement

আগের দু’টি লোকসভার তুলনায় ধনকুবেররা সংখ্যায় বেশি থাকবেন সপ্তদশ লোকসভায়। ২০০৯-এর নির্বাচনে জিতে লোকসভায় গিয়েছিলেন ৩১৫ জন কোটিপতি (৫৮ শতাংশ)। ২০১৪-র নির্বাচন ৪৪৩ জন কোটিপতিকে (৮২ শতাংশ) পৌঁছে দিয়েছিল সংসদের নিম্নকক্ষে। এ বারে সংখ্যাটা অন্তত ৪৭৫। শতকরা হিসেবে যা ৮৭ শতাংশের বেশি। সব আসনের হিসেব মিললে যা আরও বেশি হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন