‘প্রণবদা’র সঙ্গে দেখা, খুশি মোদী

মোদী এবং প্রণববাবু দু’জনেই টুইট করেছেন এই সাক্ষাতের পর। মোদীর কথায়, ‘‘প্রণবদার সঙ্গে দেখা হওয়াটা সব সময়ই এক দারুণ অভিজ্ঞতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ০৪:৪১
Share:

মিষ্টিমুখ: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে গেলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’। এ বারের লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর এই স্লোগানটিকেই আজ কথা প্রসঙ্গে উল্লেখ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় বার শপথ নেওয়ার দু’দিন আগে, ১০ রাজাজি মার্গে গিয়ে মোদী আজ দেখা করেছেন প্রণববাবুর সঙ্গে। পরম উষ্ণতায় তাঁকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। ফুলের তোড়া দেওয়াই শুধু নয়, নিজে হাতে মোদীকে কাঁচাগোল্লাও খাইয়েছেন তিনি।

Advertisement

মোদী এবং প্রণববাবু দু’জনেই টুইট করেছেন এই সাক্ষাতের পর। মোদীর কথায়, ‘‘প্রণবদার সঙ্গে দেখা হওয়াটা সব সময়ই এক দারুণ অভিজ্ঞতা। তাঁর জ্ঞান এবং অন্তর্দৃষ্টির কোনও তুলনা নেই। তিনি এমনই একজন রাষ্ট্রনায়ক, যাঁর দেশের প্রতি অগাধ অবদান রয়েছে।’’ মোদী টুইট করার পরে প্রণববাবু জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘দ্বিতীয় ইনিংসে আরও শক্তিশালী হয়ে আপনি যাত্রা শুরু করতে চলেছেন। ‘সবকা সাথ সবকা বিকাশ আউর সবকা বিশ্বাস’ অর্জনের লক্ষ্যে আপনাকে শুভকামনা জানাই।’’

প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে এই সাক্ষাৎকারের পর প্রধানমন্ত্রী ছবি তুলেছেন প্রণব-কন্যা তথা কংগ্রেসের দিল্লি নেতা শর্মিষ্ঠা এবং তাঁর তুতো-বোনদের সঙ্গেও। উচ্ছ্বসিত শর্মিষ্ঠা ছবি-সহ টুইট করে জানিয়েছেন, ‘‘বাবার সঙ্গে দেখা করতে আসাটা প্রধানমন্ত্রীর ঔদার্যের পরিচয়। কলকাতা থেকে আসা আমার বোনেরা তো উল্লসিত তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে।’’ তিনি এটা লেখার পরই টুইটে বিভিন্ন মন্তব্য ভেসে আসে। জবাবে ফের টুইট করতে হয় প্রণব-কন্যাকে। তিনি লেখেন, ‘‘অবশ্যই দেশের প্রধানমন্ত্রী আমাদের বাড়ি এলে আমি এবং আমার বোনেরা উল্লসিত হব। প্রধানমন্ত্রী নিছক এক জন ব্যক্তি নন। একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রতি আমার অপার শ্রদ্ধা রয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে রাহুলজি আমাদের বাড়ি এলে আমি তো পাগলের মতো খুশি হব!’’

Advertisement

এই টুইট সংলাপের পাশাপাশি রাজধানীতে এই সাক্ষাৎকার নিয়ে জল্পনা বেড়েছে। বিজেপিতে যখন তৃণমূল নেতাদের অন্তর্ভুক্তির ধুম, তখন প্রশ্ন উঠছে, পরিবর্তনের এই হাওয়ায় শামিল হয়ে প্রণবের কংগ্রেসি ছেলে এবং মেয়েও মোদীর দলে যোগ দেবেন কিনা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন