Indus Civilization

মেঘালয় বাঁক তৈরি করল পৃথিবীর ইতিহাসে, সংযোজন নতুন যুগের

পৃথিবীতে মেঘালয়ান যুগ নামে নতুন একটি যুগের কথা জানালেন বিজ্ঞানীরা

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ১৬:০৩
Share:

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্সেসের টুইটার থেকে নেওয়া।

ভূতত্ত্বের ইতিহাসে নয়া সংযোজন। পৃথিবীতে মেঘালয়ান যুগ নামে নতুন একটি যুগের কথা জানালেন বিজ্ঞানীরা। এই সময়ের সূত্রপাত ঘটে ৪,২০০ বছর আগে। মেঘালয়ের গুহার একটি পাথরকে বিশ্লেষণ করে এই যুগের কথা জানা গিয়েছে।

Advertisement

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে একটা বড় অংশে সেই সময় খরা দেখা দিয়েছিল। অনাবৃষ্টির সময়ে তাপমাত্রাও কমে গিয়েছিল বায়ুমণ্ডলের। মেঘালয়ান যুগের শুরুতে প্রবল খরার ফলে চিন ও মিশরের সভ্যতার অবলুপ্তির কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা। এই সময় পরিবেশের পরিবর্তনের কারণেই নয়া প্রজাতির প্রাণী ও উদ্ভিদের উদ্ভব ঘটেছিল।

গত ১১,৭০০ বছর ধরে পৃথিবীতে যা যা পরিবর্তন ঘটেছে, তার প্রভাব পড়ছে বর্তমান যুগে (হোলোসিন)। ইন্টারন্যাশনাল কমিশন অফ স্ট্র্যাটিগ্রাফি(আইসিএস) ভূতাত্ত্বিক যুগের বিভাজনগুলি নির্ধারণ করে। ৪,২০০ বছর আগের সময় থেকে ১৯৫০ সাল পর্যন্ত স্থায়ীত্ব ছিল এই মেঘালয়ান যুগের, এমনটাই জানিয়েছে আইসিএস।

Advertisement

আরও খবর: মহাকাশে বেড়াতে যাবেন? খরচ করুন মাত্র...

মেঘালয়ের একটি গুহার স্ট্যালাগমাইট পাথর বিশ্লেষণ করে এই নয়া যুগের কথা জানিয়েছেন গবেষকরা। তাঁদের দাবি, মেঘালয়ান যুগের শুরুতেই প্রথমবার ভূতাত্ত্বিক ঘটনার কারণে সামাজিক জীবনেও প্রভাব পড়েছিল। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সেই সময়ের মানুষদের অত্যন্ত অসুবিধা হয়েছিল।

টানা ২০০ বছরের অনাবৃষ্টি সহ্য করা সম্ভব হয়নি। ফলে নিজেদের বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছিলেন মিশর, গ্রিস, সিরিয়া, ফিলিস্তিন, মেসোপটেমিয়া ও সিন্ধু সভ্যতার অধিবাসীরা। সমুদ্র ও বায়ুমণ্ডলের প্রবাহে পরিবর্তনের জন্যই এই অনাবৃষ্টি বলে জানিয়েছেন গবেষকরা।

আরও পড়ুন: পাক মারছে একে অন্যকে, বিরল যমজ গ্রহাণুর হদিশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন