Uttar Pradesh Police

‘নাগরিকত্ব যাচাইয়ের যন্ত্র’ গায়ে ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে উত্তরপ্রদেশের পুলিশ! বিতর্কের জেরে তদন্তের নির্দেশ

ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক পুলিশ আধিকারিক বস্তিবাসীদের বলছেন, “মিথ্যা কথা বলবেন না। আমাদের কাছে একটা যন্ত্র আছে। সেখানে কিন্তু মিথ্যা ধরা পড়ে যাবে।” তার পরেই এক জনের পিঠে মোবাইল ঠেকিয়ে ওই পুলিশ আধিকারিক তাঁকে বাংলাদেশি বলে শনাক্ত করে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১০:০৫
Share:

মোবাইল ঠেকিয়ে নাগরিকত্ব যাচাই উত্তরপ্রদেশের পুলিশের! ছবি: সংগৃহীত।

নাগরিকত্ব যাচাই করতে যন্ত্রও আবিষ্কার করে ফেলল পুলিশ!

Advertisement

উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কৌশাম্বী থানার কয়েক জন পুলিশ আধিকারিক একটি বস্তিতে গিয়ে এক ব্যক্তির পিঠে মোবাইল ঠেকাচ্ছেন। তার পরেই মোবাইল দেখিয়ে বলছেন, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছেন। আনন্দবাজার ডট কম এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। তবে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক পুলিশ আধিকারিক বস্তিবাসীদের বলছেন, “মিথ্যা কথা বলবেন না। আমাদের কাছে একটা যন্ত্র আছে। সেখানে কিন্তু মিথ্যা ধরা পড়ে যাবে।” তার পরেই এক জনের পিঠে মোবাইল ঠেকিয়ে ওই পুলিশ আধিকারিক তাঁকে বাংলাদেশি বলে শনাক্ত করে দেন। বলেন, “যন্ত্র বলছে এই ব্যক্তি বাংলাদেশি।” পুলিশ আধিকারিকদের সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলা এবং এক নাবালিকা মোবাইলে থাকা পরিচয়পত্র দেখিয়ে পাল্টা দাবি করেন, তাঁরা বিহারের আরারিয়ার বাসিন্দা। কিন্তু পুলিশ আধিকারিকেরা তা মানতে চাননি।

Advertisement

সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পুলিশের এই আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়। তার পরেই ইন্দ্রপুরমের সহকারী পুলিশ কমিশনার (এসিপি)-এর নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের ডিসিপি (ট্রান্স-হিন্দন) নিমিশ পাতিল জানান, রুটিন তল্লাশির সময় ওই ভিডিয়োটি তোলা হয়েছে। গত ২৩ ডিসেম্বর বিহারি মার্কেট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ফোর্সকে সঙ্গে নিয়ে কৌশাম্বী থানার ওই আধিকারিকেরা ওই তল্লাশি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে ওই পুলিশ আধিকারিকের পরিচয় প্রকাশ করেননি ডিসিপি। তবে স্থানীয় সূত্রে খবর, ওই আধিকারিকের নাম অজয় শর্মা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement