Murder

প্রেমে ‘প্রত্যাখ্যান’, বিশাখাপত্তনমে কিশোরীর গলার নলি কেটে খুন

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই কিশোরী। অনিল তাঁকে অনুসরণ করছিল।

Advertisement

সংবাদ সংস্থা

বিশাখাপত্তনম শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ১৪:৫০
Share:

প্রতীকী ছবি।

জনবহুল এলাকায় এক কিশোরীকে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, প্রেমে ‘প্রত্যাখ্যাত’ হয়েই কিশোরীকে খুন করেছে অনিল নামে ওই যুবক। অনিল অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। কিশোরীর সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল বলে দাবি পুলিশের। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই কিশোরী। অনিল তাঁকে অনুসরণ করছিল। গাজুওয়াকা এলাকায় সাইবাবা মন্দিরের সামনে হঠাৎই কিশোরীর পথ আটকে দাঁড়ায় অনিল। এর পরই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎই অনিল একটি ধারালো অস্ত্র বার করে কিশোরীর গলায় চালিয়ে দেয়। তার পর সেখান থেকে চম্পট দেয় অনিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরীর। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। কয়েক ঘণ্টার মধ্যেই অনিলকে গ্রেফতার করে তারা।

Advertisement

মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি কিশোরীর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: গোদাবরীর চৌকিদার, নদী বাঁচানোর ‘একলা’ লড়াইকে কুর্নিশ নেটাগরিকদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন