Stab to Death

প্রেমের প্রস্তাব প্রত্যাখান! স্কুল যাওয়ার পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার ২১ বছরের যুবক

কিশোরীর বাবা মারিয়াপ্পান পেশায় মৎস্যজীবী। দিন কয়েক আগে মারিয়াপ্পান যুবককে ডেকে শাসিয়েছিলেন। তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতে বারণ করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৮:২০
Share:

— প্রতীকী চিত্র।

স্কুলে যাচ্ছিল দ্বাদশ শ্রেণির ছাত্রী। পথে তাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ২১ বছরের যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করেছিল কিশোরী। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। তামিলনাড়ুর চেরানকোট্টাইয়ের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মুনিয়ারাজ। তিনি গত কয়েক দিন ধরেই কিশোরীর পিছু নিচ্ছিলেন। তাকে উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ। কিশোরী বার বার তাঁর প্রেমের প্রস্তাব প্রত্যাখান করেছেন বলে জানিয়েছে পুলিশ। কিশোরীর বাবা মারিয়াপ্পান পেশায় মৎস্যজীবী। দিন কয়েক আগে মারিয়াপ্পান যুবককে ডেকে শাসিয়েছিলেন। তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতে বারণ করেছিলেন। এক পুলিশ আধিকারিক জানান, এর পরেই যুবক কিশোরীকে হত্যার পরিকল্পনা করেন।

বুধবার কিশোরী যখন স্কুলে যাচ্ছিলেন, তখন পথে তাকে আটকান যুবক। তার পরে ধারালো অস্ত্র দিয়ে লাগাতার কোপ মারতে থাকেন। পথেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কিশোরী। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। স্থানীয়েরা থানায় খবর দেন। পুলিশ এসে কিশোরীর দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে দেহ পাঠানো হয়েছে।

Advertisement

ঘটনার পরেই সেখান থেকে পালিয়ে যান মুনিয়ারাজ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পথচারীরা কেন কেউ কিশোরীকে রক্ষা করতে এলেন না, সেই প্রশ্নও উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement