গোয়ার কৃষিমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক। —ফাইল চিত্র
গোয়ার কৃষিমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক (৭৯) প্রয়াত। বুধবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। পরিবার সূত্রে খবর, রবির দেহ পোন্ডায় তাঁর বাসভবনে রাখা থাকবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণেরা।
রবির রাজনৈতিক জীবন শুরু পোন্ডা থেকেই। কাউন্সিলর হিসাবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। ১৯৮৪ সালে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) টিকিটে লড়ে পোন্ডা থেকে প্রথম বিধায়ক হন তিনি। ১৯৯১ সালে গোয়ার মুখ্যমন্ত্রী হন রবি। প্রথম দফায় ২৮ মাস মুখ্যমন্ত্রী পদে থেকে দায়িত্ব সামলান। ১৯৯৪ সালের ২ এপ্রিল আবার গোয়ার মুখ্যমন্ত্রী হন তিনি। তবে দ্বিতীয় দফায় মাত্র ছ’দিন দায়িত্ব সামলেছিলেন।
১৯৯৮ সালে রবি উত্তর গোয়া থেকে কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হন। তবে ২০০০ সালে কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু ২০০২ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে আবার কংগ্রেসে যোগ দেন তিনি। গোয়ার কংগ্রেসে রাজ্য সভাপতি হিসাবে দলের সংগঠন মজবুত করতে অনেক কাজ করেছিলেন। ২০২২ সাল পর্যন্ত কংগ্রেসেই ছিলেন তিনি। তবে ২০২২ সালে আবার বিজেপিতে যোগ দেন রবি। বিধানসভা নির্বাচনে জিতে গোয়ার মন্ত্রিসভার সদস্যও হন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।