Goa

Goa: প্রাক্তন বিধায়কের দলত্যাগ ঘিরে তরজা, চিদম্বরমকে খোঁচা গোয়া তৃণমূলের

চিদম্বরম অভিযোগ করেছিলেন, বিজেপি-র বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বদলে, গোয়ায় বিজেপি-বিরোধী ভোটে ভাঙন ধরাচ্ছে তৃণমূল এবং আপ।

Advertisement

সংবাদ সংস্থা

পানজিম শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৯:২৭
Share:

তৃণমূলের নিশানায় চিদম্বরম। ফাইল চিত্র।

গোয়ার রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টির অভিযোগ তুলে রবিবার আম আদমি পার্টি (আপ) এবং তৃণমূলকে নিশানা করেছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি নিয়ে খোঁচা দিলেন গোয়ার তৃণমূল নেতারা।

Advertisement

চিদম্বরম অভিযোগ করেছিলেন, বিজেপি-র বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বদলে, গোয়ায় বিজেপি-বিরোধী ভোটে ভাঙন ধরাচ্ছে তৃণমূল এবং আপ। পাশাপাশি, সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক অ্যালেক্সো রেজিনাল্ডোকে ‘হেরে যাওয়া নেতা’ বলে খোঁচা দিয়েছিলেন তিনি। কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর তৃণমূলে যোগ দিয়েছিলেন তিন বারের বিধায়ক অ্যালেক্সো।

সোমবার গোয়ায় তৃণমূল নেতারা সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে চিদম্বরমকে নিশানা করেন। অ্যালেোক্সো বলেন, ‘‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্য তাঁর পদমর্যাদার গরিমার পরিপন্থী।’’ তৃণমূল নেতা কিরণ কান্দোলকরের প্রশ্ন, ‘‘অ্যালেক্সো যদি হেরে যাওয়া বিধায়ক হন, তবে কেন কংগ্রেস প্রার্থী তালিকায় তাঁর নাম রেখেছিল?’’

Advertisement
আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন