অসমেও সরব গোর্খারা

শুক্রবার গোর্খাল্যান্ডের দাবির সমর্থনে অসমের কোকরাঝাড় জেলার শিমুলটাপুতে পথ অবরোধ করেন অল অসম গোর্খা স্টুডেন্টস ইউনিয়ন এবং তার সহযোগী সংগঠনের সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শামুকতলা শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০২:২৫
Share:

প্রতীকী ছবি।

গোর্খাল্যান্ড'-এর দাবিতে সরব হল প্রতিবেশী অসমের গোর্খা সম্প্রদায়ের মানুষ।

Advertisement

শুক্রবার গোর্খাল্যান্ডের দাবির সমর্থনে অসমের কোকরাঝাড় জেলার শিমুলটাপুতে পথ অবরোধ করেন অল অসম গোর্খা স্টুডেন্টস ইউনিয়ন এবং তার সহযোগী সংগঠনের সদস্যরা। টানা দু’ঘণ্টা জাতীয় অবরুদ্ধ থাকে। আন্দোলনে সামিল ছিলেন জয়গাঁ এবং বীরপাড়ার গোর্খা নেতারাও। দুপুর একটা নাগাদ আন্দোলনকারীদের সাথে আলোচনা করে পুলিশ অবরোধ তুলে দেয়।

ঘটনাস্থলের কয়েকশো মিটার দূরে অসম-বাংলা সীমানার পাকরিগুড়িতেও প্রচুর পুলিশ এবং সিআরপিএফ মোতায়েন করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আন্দোলনকারীরা যেন এ রাজ্যে ঢুকতে না পারে তার জন্য ছিল সতর্ক নজরদারি।

Advertisement

অবরোধকারীরা পশ্চিমবঙ্গের তিনটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। অল অসম গোর্খা স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম তামাং বলেন, ‘‘অসমে বসবাসকারী ২৫ লক্ষ গোর্খার স্বপ্ন গোর্খাল্যান্ড। আমরা চাই পশ্চিমবঙ্গের পাহাড় এবং ডুয়ার্স নিয়ে গোর্খাল্যান্ড তৈরি হোক। দেশ গঠনে এবং দেশের উন্নয়নে গোর্খাদের কম অবদান নেই। যে কোনও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে।’’

গোর্খাল্যান্ডের দাবি না মেনে নেওয়া হলে সংগঠনের তরফে অসমে রেল, সড়ক সব অবরুদ্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গোর্খাল্যান্ড তৈরির জন্য পদক্ষেপ গ্রহণের আবেদন জানান অল অসম গোর্খা স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন