Mental Health Survey

মনের অসুখে সমাজ বা অর্থের প্রভাব কতটা? খুঁজবে কেন্দ্র! এই প্রথম দেশ জুড়ে মানসিক স্বাস্থ্য সমীক্ষার সিদ্ধান্ত, শুরু প্রস্তুতি

২০১৫-১৬ সালে শেষ বার দেশে মানসিক স্বাস্থ্যের সমীক্ষা করা হয়েছিল। তবে তাতে সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে জোড়া হয়নি। সমীক্ষা হয়েছিল কেবল ১২টি রাজ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ২২:৪২
Share:

দেশ জুড়ে মানসিক স্বাস্থ্যের সমীক্ষা করবে কেন্দ্রীয় সরকার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এই প্রথম গোটা দেশে মানসিক স্বাস্থ্য সমীক্ষা করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তার জন্য চালু করা হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষা-২ (এনএমএইচএস-২)। বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্‌থ অ্যান্ড নিউরোসায়েন্সেস (নিমহ্যান্‌স) এই সমীক্ষা করবে। দীর্ঘ ন’বছর পর আবার দেশে এই ধরনের সমীক্ষা হচ্ছে।

Advertisement

২০১৫-১৬ সালে শেষ বার দেশে মানসিক স্বাস্থ্যের সমীক্ষা করা হয়েছিল। তবে তাতে সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে জোড়া হয়নি। সমীক্ষা হয়েছিল কেবল ১২টি রাজ্যে। এ বারের সমীক্ষায় প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করা হবে। মূলত ১৩ থেকে ১৭ বছর বয়সি কিশোর-কিশোরী এবং ১৮ বা তার বেশি বয়সের নাগরিকদের নিয়ে এই সমীক্ষা করা হবে।

মানসিক স্বাস্থ্যকে কোন কোন বিষয়গুলি সবচেয়ে বেশি প্রভাবিত করে, সমীক্ষা তার খোঁজ করবে। বিশ্লেষণ করা হবে, সমাজ বা অর্থনীতির চাপ এবং পরিবারের কতটা প্রভাব পড়ে ব্যক্তিবিশেষের মনের উপর। এ ছাড়া, কোন এলাকার মানুষের মানসিক স্বাস্থ্যের পরিস্থিতি কেমন, রাজ্য ধরে ধরে তার পরিসংখ্যান তৈরি করা হবে। কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মানসিক স্বাস্থ্যকে কতটা প্রাধান্য দেওয়া হচ্ছে, মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কী কী পরিষেবা এবং সুযোগসুবিধা রয়েছে, থাকবে তার খতিয়ানও।

Advertisement

মানসিক স্বাস্থ্যের সমীক্ষায় আলাদা করে নজর দেওয়া হবে মহিলা, শিশু, বয়স্কদের উপর। এ ছাড়া, পরিযায়ী শ্রমিক, আদিবাসী জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য এই সমীক্ষায় গুরুত্ব পাবে। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের জলবায়ু দ্রুত বদলে যাচ্ছে। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। বিশেষজ্ঞেরা মনে করেন, মানুষের মানসিক স্বাস্থ্যকে নানা ভাবে প্রভাবিত করে এই জলবায়ুর পরিবর্তন। বিপর্যয়ে অনেকে অনেক রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। তার প্রভাব সরাসরি মনের উপর পড়ে। জাতীয় সমীক্ষায় এই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।

২০১৫-১৬ সালের সমীক্ষায় দেখা গিয়েছিল, দেশের ১০.৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক সমস্যায় ভোগেন। ১৩.৭ শতাংশের সমস্যা চিরস্থায়ী। এ ছাড়া, ওষুধ প্রয়োগে ১৫ শতাংশের মানসিক সমস্যা নিরাময় সম্ভব। দেখা গিয়েছিল, মানসিক স্বাস্থ্যের সমস্যা বেশি শহরাঞ্চলে (প্রায় ১৩.৫ শতাংশ)। গ্রামীণ এলাকায় ৬.৯ শতাংশ মানুষের মানসিক স্বাস্থ্যে সমস্যার হদিস মিলেছিল ন’বছর আগের শেষ সমীক্ষায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement