Congress

মোদীর আমলে দেশে কর্মসংস্থান হয়নি, অভিযোগ রাহুলের

মোদীর আমলে দেশে কোনও কর্মসংস্থান হয়নি বলে জনসভা থেকে অভিযোগ করেন কংগ্রেস সহ সভাপতি। তিনি বলেন, ‘‘কোনও পরীক্ষায় পাশ করতে হলে ১০০-এ মধ্যে অন্তত ৪০ নম্বর পেতে হয়। কিন্তু, প্রধানমন্ত্রী কোনও কমর্সংস্থান তৈরি করতে পারেননি, তাঁকে কোনও নম্বরই দিতে পারছি না আমি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ১৭:১৫
Share:

ফের রাহুলের নিশানায় মোদী।

দেশে কর্মসংস্থানের নিরিখে ১০০-র মধ্যে শূন্য পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে এই পরীক্ষা নিলেন? পরীক্ষকের নাম রাহুল গাঁধী।

Advertisement

সোমবার বেঙ্গেলুরুতে এক জনসভায় বক্তব্য রাখছিলেন রাহুল গাঁধী। সেখানেই ফের প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন তিনি। মোদীর আমলে দেশে কোনও কর্মসংস্থান হয়নি বলে জনসভা থেকে অভিযোগ করেন কংগ্রেস সহ সভাপতি। তিনি বলেন, ‘‘কোনও পরীক্ষায় পাশ করতে হলে ১০০-এ মধ্যে অন্তত ৪০ নম্বর পেতে হয়। কিন্তু, প্রধানমন্ত্রী কোনও কমর্সংস্থান তৈরি করতে পারেননি, তাঁকে কোনও নম্বরই দিতে পারছি না আমি।’’

আরও পড়ুন: কলমের কণ্ঠরোধ নিয়ে সরব রাহুলও

Advertisement

সোমবার দলীয় কর্মীদের ওই জনসভায় রাহুল অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার বহু প্রকল্প চালু করার কথা বলেছে। এর মধ্যে রয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্বচ্ছ ভারত’-এর মতো একাধিক প্রকল্প। কিন্তু, দেশের মানুষের কর্মসংস্থান হতে পারে, এমন একটিও প্রকল্পের কথা শোনা যায়নি। এত অকাজের প্রকল্প তৈরি করেছেন মোদী, যে বেশ কিছু প্রকল্পের নাম রাহুল ভুলেও গিয়েছেন বলে মন্তব্য করেন। এর পরেই তাঁর অভিযোগ, ‘‘গত তিন বছরে সাধারণ মানুষের কোনও কর্মসংস্থান হয়নি। বেকাররা চাকরি পায়নি। গ্রামের ছবিটা আরও খারাপ। প্রধানমন্ত্রী বার বার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু কর্মসংস্থান না হলে দেশের অগ্রগতি কোনওভাবেই সম্ভব নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement