দেশেই তৈরি হোক ২০০ যুদ্ধবিমান, চায় সরকার

এক ঢিলে দুই পাখি। বিদেশি সংস্থার কাছ থেকে বিমান কিনলেও তা দেশেই তৈরি করতে চায় নরেন্দ্র মোদী সরকার। এই পদক্ষেপের ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে গতি আসবে বলে আশা কেন্দ্রের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০৩:০১
Share:

এক ঢিলে দুই পাখি। বিদেশি সংস্থার কাছ থেকে বিমান কিনলেও তা দেশেই তৈরি করতে চায় নরেন্দ্র মোদী সরকার। এই পদক্ষেপের ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে গতি আসবে বলে আশা কেন্দ্রের।

Advertisement

সোভিয়েত জমানায় কেনা যুদ্ধবিমানগুলি ধাপে ধাপে‌ বাতিল করছে মোদী সরকার। ফরাসি যুদ্ধবিমান রাফালে কেনার চুক্তি হলেও তার নির্মাতা সংস্থার সঙ্গে ভারতে উৎপাদন নিয়ে বোঝাপড়া শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি। তাই এ বার ২০০টি এক ইঞ্জিনের যুদ্ধবিমান দেশেই তৈরি করতে চায় কেন্দ্র। যে বিদেশি সংস্থা এই বিমানগুলি তৈরির বরাত পাবে তাদের কোনও ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে হবে। এই বরাতের চুক্তিমূল্য আনুমানিক ৮৬,৮৪৫ কোটি থেকে এক লক্ষ কোটি টাকা হতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে মার্কিন সংস্থা লকহিড মার্টিন। লকহিড জানিয়েছে, ভারতে যুদ্ধবিমান তৈরি করে সেগুলি আবার রফতানিও করতে চায় তারা। সুইডেনের সাব সংস্থাও তাদের গ্রিপেন যুদ্ধবিমান ভারতে তৈরি করতে আগ্রহী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন