মৃত সুবোধ কুমার। ছবি: সংগৃহীত।
বিয়ে করতে যাচ্ছিলেন বর। আনন্দ করতে করতে সঙ্গে যাচ্ছিলেন বরযাত্রী। সেই আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। মাঝপথে শরীরটা খারাপ লাগছিল হবু বর সুবোধ কুমারের। গাড়ি থেকে নেমে রাস্তার ধারে বমি করছিলেন। তখনই বিপত্তি। উল্টো দিক থেকে এসে পিষে দেয় ট্রাক। উত্তরপ্রদেশের বাঘপতের ঘটনা।
সুবোধের বাড়ি পিচকোরা গ্রামে। রবিবার রাতে সারুরপুর কালান গ্রামে পৌঁছোয় বরযাত্রী। পথে পঞ্চায়েত গৃহে নৈশভোজের জন্য থেমেছিলেন তাঁরা। এক আত্মীয় জানান, সুবোধের শরীরটা খারাপ লাগছিল। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে বমি করছিলেন। সে সময়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় তাঁকে। তার পরে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়।
পরিবারের লোকজন সুবোধকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছোয় পুলিশ। সুবোধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সুবোধ তাঁরা বাবা-মায়ের একমাত্র সন্তান। পুত্রের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন তাঁরা। ভেঙে পড়েছে বধূর পরিবার।