Terrorists Arrested in Gujarat

‘নাশকতার ছক দেশের একাধিক শহরে’! গুজরাতে অস্ত্র চালান করতে গিয়ে ধৃত তিন, আড়ালে আইএস রয়েছে বলেও সন্দেহ

গত এক বছর ধরে গুজরাত এটিএসের নজরে ছিলেন তিন জন। রবিবার অস্ত্র চালান করতে গিয়ে তাঁরা হাতেনাতে ধরা পড়েছেন। চলছে জিজ্ঞাসাবাদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৬:১৯
Share:

অহমদাবাদ থেকে রবিবার এই তিন জনকেই জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে গুজরাত এটিএস। ছবি: এক্স।

জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগ রেখে ভারতের একাধিক শহরে হামলার পরিকল্পনার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। রবিবার ওই তিন জনকে অহমদাবাদ থেকে ধরা হয়েছে। অভিযোগ, অস্ত্র চালানের জন্য গুজরাতে পৌঁছেছিলেন তাঁরা। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ধৃতদের নাম আহমেদ মহিউদ্দিন সইদ, মহম্মদ সুহেল এবং আজ়াদ। গত এক বছর ধরে এঁরা গুজরাতের সন্ত্রাসদমন শাখার নজরে ছিলেন। অস্ত্রের লেনদেন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন রবিবার। গুজরাত এটিএস একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের একাধিক শহরে সুপরিকল্পিত এবং বড়সড় হামলার ছক কষছিলেন এই তিন জন। কোন কোন শহর তাঁদের নিশানায় ছিল, তা এখনও স্পষ্ট নয়। আর কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টাও চলছে।

এটিএস সূত্রে খবর, তিন জনের সঙ্গেই আইএস জঙ্গিদের যোগাযোগ রয়েছে। তাদের নির্দেশেই হামলার পরিকল্পনা করা হয়েছিল। এঁদের মাধ্যমেই চক্রান্তের মাথা পর্যন্ত পৌঁছোতে চাইছেন গোয়েন্দারা। কয়েক মাস আগে আল কায়েদার পাঁচ সদস্যকে গ্রেফতার করেছিল গুজরাত এটিএস। তাঁদের মধ্যে বেঙ্গালুরুর এক মহিলাও ছিলেন। অভিযোগ, পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে অনলাইনে সন্ত্রাসবাদী কার্যকলাপকে সাহায্য করছিলেন ওই মহিলা। ভারতের নানা প্রান্তে হামলার ছক কষেছিলেন তাঁরাও। তবে রবিবারের এই তিন গ্রেফতারিকে এটিএসের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Advertisement

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তাতে পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। পাকিস্তানি জঙ্গিরাই ওই হামলার নেপথ্যে ছিল বলে জানিয়েছে ভারত সরকার। মাস তিনেক পরে পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের খুঁজে হত্যা করে ভারতীয় সেনা। তবে পহেলগাঁওকাণ্ডের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা আধিকারিক এবং গোয়েন্দা সংস্থাগুলি আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে। গুজরাতে আইএস-যোগ সন্দেহে গ্রেফতারিও এটিএসের সেই তৎপরতার ফল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement