‘সিঁদুর বন’ তৈরি হচ্ছে গুজরাতে পাক সীমান্তের কাছেই! —ফাইল চিত্র।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করতে সামরিক অভিযান চালিয়েছিল ভারত। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এ বার সেই অভিযানে ভারতীয় সেনার বীরত্বকে তুলে ধরতে একটি স্মৃতিউদ্যান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, গুজরাতে পাক সীমান্তের কাছেই কচ্ছ জেলায় এটি তৈরি করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে ‘সিঁদুর বন’।
প্রতিবেদন অনুসারে, ভুজ-মাণ্ডবী রোডের কাছে মির্জাপুরে আট হেক্টর জায়গায় তৈরি করা হচ্ছে এই স্মৃতিউদ্যান। এই প্রসঙ্গে কচ্ছের জেলাশাসক আনন্দ পটেলকে উদ্ধৃত করে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় সমাজ, সেনাবাহিনী, বায়ুসেনা, বিএসএফ— সব ক্ষেত্রে যে একতা দেখা গিয়েছিল, তা সর্বসমক্ষে তুলে ধরতেই এই উদ্যোগ। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁও কাণ্ডে নিহত ২৬ জনের স্মৃতির উদ্দেশে একটি বড় স্মৃতিস্তম্ভ থাকবে সেখানে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ‘সিঁদুর বন’-এর কাজ শেষ হতে প্রায় দেড় বছর লেগে যাবে। ইতিমধ্যেই কিছু কাজ শুরু হয়েছে। স্থির হয়েছে যে, অন্তত ৩৫ ধরনের গাছ থাকবে ওই বনে। থাকবে অপারেশন সিঁদুর-এর সময় ব্যবহৃত সমরাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রতিরূপও।