Bomb Threat

আরডিএক্স লুকিয়ে রাখা আছে! ভুয়ো হুমকি-বার্তায় ফের বোমাতঙ্ক ছড়াল গুজরাত হাই কোর্টে

সোমবার সকালে গুজরাত হাই কোর্টের ইমেল আইডিতে ওই ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। ইমেলে দাবি করা হয়, আদালত ভবনে বিস্ফোরক পদার্থ ‘আরডিএক্স’ রাখা আছে। খবর পাওয়া মাত্রই অহমদাবাদ পুলিশের একটি দল হাই কোর্ট চত্বরে পৌঁছে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬
Share:

সোমবার সকালে বোমাতঙ্ক ছড়ায় গুজরাত হাই কোর্ট। ছবি: সংগৃহীত।

গুজরাত হাই কোর্টে ফের বোমা থাকার ভুয়ো হুমকি পাঠানো হল। কর্তৃপক্ষকে ইমেল করে জানানো হয়, হাই কোর্ট চত্বরে বোমা রাখা আছে। ওই খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে হাই কোর্ট চত্বরে পৌঁছে যায় পুলিশ। তদন্তও শুরু হয়। পরে জানা যায়, পুরোটাই ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত জুন মাস থেকে এই নিয়ে তৃতীয় বার গুজরাত হাই কোর্টে বোমা থাকার ভুয়ো তথ্য পাঠানো হল। অপর একটি সূত্রের দাবি, জুন মাস থেকে চার বার এমন ঘটনা ঘটল সেখানে।

Advertisement

সোমবার সকালে গুজরাত হাই কোর্টের ইমেল আইডিতে ওই ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। ইমেলে দাবি করা হয়, আদালত ভবনে বিস্ফোরক পদার্থ ‘আরডিএক্স’ রাখা আছে। খবর পাওয়া মাত্রই অহমদাবাদ পুলিশের একটি দল হাই কোর্ট চত্বরে পৌঁছে যায়। ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াডও পৌঁছোয় সেখানে। তবে গোটা হাই কোর্ট চত্বর এবং সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি পুলিশ। ওই ইমেল প্রেরকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সংবাদমাধ্যম ‘নিউজ় ১৮’ অনুসারে, গত ৯ জুন ইমেল করে জানানো হয়েছিল, হাই কোর্টে আইইডি (বিস্ফোরক) লুকিয়ে রাখা আছে। এর পরে গত ২৪ জুনও একই ধরনের ঘটনা ঘটেছিল। তার পরে গত ২০ অগস্টও বোমাতঙ্ক ছড়িয়েছিল গুজরাত হাই কোর্টে। কিন্তু পরে দেখা যায়, প্রতিটি ক্ষেত্রে ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। এর মধ্যে গত ২৪ জুনের ঘটনায় ভুয়ো তথ্য পাঠানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতারও করেছিল পুলিশ।

Advertisement

সম্প্রতি দিল্লি হাই কোর্ট এবং বম্বে হাই কোর্টেও ভুয়ো তথ্য পাঠিয়ে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। গত শুক্রবার সকালে দিল্লি হাই কোর্টে ইমেল করে হুমকি বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, আদালত চত্বরে বোমা রাখা আছে। পরে ওই একই দিনে বম্বে হাই কোর্টেও ভুয়ো তথ্য দিয়ে হুমকি-ইমেল পাঠানো হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement