Gwalior Rape Case

অসুস্থ দাদাকে ভাল করার নাম করে দিনের পর দিন বৌদিকে ধর্ষণ! দুই দেওরের বিরুদ্ধে অভিযোগ পুলিশে

মহিলার দাবি, তিনি দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছেন স্বামীর জন্য। কিছু দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন স্বামী। তখন তাঁকে দুই ভাইয়ের কাণ্ডের কথা জানান। কিন্তু উল্টে স্বামী তাঁকে মারধর করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৭
Share:

—প্রতীকী চিত্র।

অসুস্থ স্বামী। চিকিৎসার জন্য গত কয়েক মাস তিনি হাসপাতালে ছিলেন। অভিযোগ, সেই সুযোগে যুবকের দুই ভাই দিনের পর দিন যৌন হেনস্থা করেন দাদার স্ত্রীকে। এমনকি, দাদাকে সুস্থ করার জন্য এটাই ‘টোটকা’ বলে দাবি করেন তাঁরা। প্রতিবাদ করলেই ভাইপোর ক্ষতি করে দেবেন বলে হুমকি দিতেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। দুই দেওরের বিরুদ্ধে অবশেষে থানায় অভিযোগ করেছেন ‘নির্যাতিতা।’

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, তাঁর স্বামী অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কঠিন অসুখে ভুগছিলেন বলে কয়েক মাস তাঁকে হাসপাতালে রাখা হয়েছিল। সেই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে দুই দেওর তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন। যখনই তিনি প্রতিবাদ করেছেন, দুই দেওর শাসিয়েছেন। কখনও বলেছেন, দাদাকে সুস্থ করার জন্য তাঁরা এই কাজ করছেন! কখনও হুমকি দেওয়া হয়েছে, ছেলের ক্ষতি করার।

মহিলার দাবি, তিনি দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছেন স্বামীর জন্য। কিছু দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন স্বামী। তখন তাঁকে দুই ভাইয়ের কাণ্ডের কথা জানান। কিন্তু উল্টে স্বামী তাঁকে মারধর করেন। ওই মহিলা আরও জানান, দুই ভাইয়ের জন্য তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন স্বামী। তিনি বাপের বাড়ি চলে যান।

Advertisement

কিছু দিন পরে দুই বাড়ির আত্মীয়-স্বজন এ নিয়ে মীমাংসা করতে বসেন। কিন্তু সেখানেও কেউ দুই দেওরের দোষ দেখতে পাননি। তাই পুলিশের কাছে অভিযোগ জানাতে মনস্থির করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। তবে থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তেরা গা-ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেফতারির চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement