আসারাম বাপু। — ফাইল চিত্র।
স্বঘোষিত গুরু আসারাম বাপুকে ছ’মাসের জন্য জামিন দিল গুজরাত হাই কোর্ট। ২০১৩ সালে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা পেয়েছেন ৮৪ বছরের আসারাম। চিকিৎসার জন্য তাঁকে বৃহস্পতিবার জামিন দিল হাই কোর্ট। এর আগে একই ধরনের মামলায় তাঁকে ছ’মাসের জামিন দিয়েছে রাজস্থান হাই কোর্ট।
বৃহস্পতিবার শুনানির সময়ে আসারমের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক। রাজস্থান হাই কোর্টের জামিনের কাগজও দেখিয়েছেন তিনি। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে জানান, অহমদাবাদের জেলেও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে আসারামকে। শেষ পর্যন্ত আসারামকে ছ’মাসের জামিন দিল গুজরাত হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
জোধপুর এবং সুরাতে দু’টি পৃথক ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছেন আসারাম। উভয় ক্ষেত্রেই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
জোধপুরের আশ্রমে ২০১৩ সালে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আসারামকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০১৮ সালে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে গান্ধীনগরের আশ্রমে অপর নির্যাতিতাকে একাধিক বার যৌন হেনস্থার অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয় আসারামকে। ওই মামলায় ২০২৩ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।