Gujartat Rape Case

বোনের প্রেমের কথা জানতে পেরে ধর্ষণ করে ‘শাসন’, সিগারেটের ছেঁকা দিয়ে অত্যাচার! গুজরাতে ধৃত দাদা

পুলিশকে ওই যুবতী জানিয়েছেন, প্রথম বার দাদা তাঁকে ধর্ষণ করেন গত ১৩ জুলাই। বৌদি বাপের বাড়ি চলে যাওয়ার পরে। একই ঘটনা ঘটান গত ২২ অগস্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ২১:২১
Share:

বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দাদা। —প্রতীকী চিত্র।

শাসনের নামে বোনের উপর শারীরিক অত্যাচার! অস্ত্র দেখিয়ে দু’বার ধর্ষণের পাশাপাশি যুবতীর সারা গায়ে সিগারেটের ছেঁকা দেওয়ার অভিযোগ দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগরে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ।

Advertisement

অভিযুক্ত যুবকের বয়স ২৯ বছর। ‘নির্যাতিতা’ তাঁর বোন। বয়স ২২ বছর। পুলিশ সূত্রে খবর, পেশায় গাড়িচালক ওই যুবক সম্প্রতি জানতে পারেন তাঁর বোন প্রেম করেন। প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে। তার পরেই সহোদরাকে ব্ল্যাকমেল শুরু করেন তিনি। অভিযোগ, স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার সুযোগে বোনকে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। এক বার নয়, দু’বার। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার ‘শাস্তি’ হিসাবে বোনের সারা শরীরে সিগারেটের ছেঁকা দেন অভিযুক্ত।

‘নির্যাতিতা’র দাবি অনুযায়ী, বছর তিনেক ধরে এক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর দাদা ওই সম্পর্কের বিষয়টি জেনে ফেলার পর থেকে তাঁর সঙ্গে রূঢ় ব্যবহার করতে থাকেন। কষ্ট পেলেও প্রথমে একে দাদার শাসন ভেবেছিলেন তিনি। কিন্তু তার পরে দাদা তাঁর সঙ্গে যৌনতা করতে চান বলে অভিযোগ। রাজি না-হওয়ায় শুরু হয় শারীরিক অত্যাচার।

Advertisement

পুলিশকে ওই যুবতী জানিয়েছেন, প্রথম বার দাদা তাঁকে ধর্ষণ করেন গত ১৩ জুলাই। বৌদি বাপের বাড়ি চলে যাওয়ার পরে। তিনি বলেন, ‘‘সে দিন ছুরি দেখিয়ে আমায় ধর্ষণ করে দাদা। তার পর একই ঘটনা ঘটায় গত ২২ অগস্ট। সে দিন একটা দরকারে বৌদি বাইরে গিয়েছিল।’’

পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণীর সারা শরীরে আঘাত এবং পোড়া চিহ্ন রয়েছে। তিনি কয়েক দিন আগে পুলিশের হেল্পলাইনে যোগাযোগ করে সাহায্য চান। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ পদক্ষেপ করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ‘নির্যাতিতা’র শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি তাঁর উপর অত্যাচারের সময়ে তিনি যে পোশাক পরেছিলেন এবং দাদা যে অস্ত্রটি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ, তদন্তের স্বার্থে সেগুলো উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement