100 days work scam

১০০ দিনের কাজে দুর্নীতি: গুজরাতের মন্ত্রীর দুই পুত্র গ্রেফতার! বরাত নিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতেও একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল। সেই অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের মন্ত্রীর দুই পুত্র। তাঁদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৭:৩২
Share:

—ফাইল ছবি।

বাংলায় একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে অনেক দিন ধরেই সরব বিজেপি। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতেও একই অভিযোগ উঠল। একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে সেখানে গ্রেফতার হলেন রাজ্যের মন্ত্রীর দুই পুত্র।

Advertisement

গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল গুজরাতের পঞ্চায়েত প্রতিমন্ত্রী বচুভাই খাবড়ের দুই ছেলে বলবন্ত খাবড় এবং কিরণ খাবড়ের বিরুদ্ধে। সেই মামলায় গত বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তাঁরা। জেল থেকে ছাড়া পাওয়ার কিছু ক্ষণ পরেই আবার গ্রেফতার হন কিরণ। একশো দিনের কাজ সংক্রান্ত অন্য একটি মামলায় রবিবার বলবন্তও গ্রেফতার হলেন।

ডেপুটি পুলিশ সুপার জগদীশসিন ভান্ডারি জানান, দাহোদ থানায় বলবন্তের বিরুদ্ধে আর একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, একশো দিনের প্রকল্পেরও আওতায় সরকারের কাছ থেকে ৩৩.৮৯ লাখ টাকা পেয়েছিল বলবন্তের সংস্থা। কিন্তু ওই সংস্থাকে যে কাজের বরাত দেওয়া হয়েছিল, তা তারা করেইনি।

Advertisement

বলবন্ত এবং কিরণের বিরুদ্ধে এপ্রিল মাসে যে অভিযোগ দায়ের হয়েছিল, ৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে গত ১৬ মে তাঁদের গ্রেফতার করেছিল পুলিশ। ওই মামলায় বৃহস্পতিবার তাঁরা জেল থেকে ছাড়া পান। তার পরেই আবার গ্রেফতার। বলবন্তের মতো কিরণের সংস্থার বিরুদ্ধেও লক্ষ লক্ষ টাকা নিয়ে কাজ না করার অভিযোগ উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement