স্নান করে উঠতে না উঠতেই গোটা পরিবারের মাথায় টাক

বুঝুন কাণ্ড! টিউবওয়েলের জলে স্নান করে গোটা পরিবারের চুল উধাও। ঘটনাটি ঘটে বিহারের মাধুবনী জেলায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৭
Share:

বুঝুন কাণ্ড! টিউবওয়েলের জলে স্নান করে গোটা পরিবারের চুল উধাও। ঘটনাটি ঘটেছে বিহারের মাধুবনী জেলায়। সূত্রের খবর, বাড়ির পাশের টিউবওয়েলের জলে রোজই স্নান করতেন মহম্মদ হাসিমের পরিবার। শুধু হাসিমের পরিবার একা নয়, আশপাশের অনেক পরিবারই এই টিউবওয়েলের জল ব্যবহার করতেন। কিন্তু হঠাত্ হাসিমের পরিবারে এমন ঘটনা ঘটায় আতঙ্কে রযেছে গোটা গ্রামবাসী।

Advertisement

আরও খবর: ৬ ঘণ্টা ধরে জাতীয় সড়কের দখল রাখল মৌমাছি বাহিনী

মহম্মদ হাসিমের কথায়, টিউবওয়েলের জলে স্নান করার পর হঠাত্ তাঁর স্ত্রী ও দুই সন্তানের মাথা চুলকাতে থাকে। যত চুলকায় ততই চুল ওঠে। কে কাকে সামলায় তখন? সবারই চুল উঠতে থাকে। অবিশ্বাস্যভাবে সব চুল উঠে এখন টাকে পরিণত হয়েছে গোটা পরিবারের।

Advertisement

চিকিত্সকও এই রহস্যের সমাধান করে উঠতে পারেননি। পরিবারের অভিযোগে টিউবওয়েলটিকে সিল করে দেয় স্থানীয় প্রশাসন। বিডিওর নির্দেশে নতুন টিউবওয়েল বসানোর আশ্বাসও দেওয়া হয় গ্রামবাসীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement