হরপ্রীত সিংহ
কৃষক আন্দোলনের মধ্যেই তিনটি বিতর্কিত কৃষি আইনের পক্ষে প্রচার চালাতে গিয়ে নিজেদের বিজ্ঞাপনে তাঁর ছবি ব্যবহার করেছিল বিজেপি। এ বার সেই বিজেপিকেই আইনি নোটিস পাঠাতে চলেছেন তাদের ‘পোস্টার বয়’ হরপ্রীত সিংহ। দিল্লির সিংঘু সীমানায় দু’সপ্তাহ ধরে বিক্ষোভ দেখাচ্ছেন হরপ্রীত। তাঁর অভিযোগ, বিনা অনুমতিতে সোশ্যাল মিডিয়া থেকে তাঁর ছবি তুলে নিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করেছে বিজেপি।
নরেন্দ্র মোদী সরকারের কৃষি আইনগুলির পক্ষে বিজেপির পঞ্জাব শাখার তরফে একটি বিজ্ঞাপন গত কাল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। সেখানে এই আইনগুলির পক্ষে বিভিন্ন কথা তুলে ধরা হয়েছে। আন্দোলনরত কৃষকদের উদ্বেগের জবাব দিতে এই বিজ্ঞাপনকে ব্যবহার করেছে নরেন্দ্র মোদীর দল। কৃষকদের স্বার্থে কী কী পদক্ষেপ করা হয়েছে, সে কথা রয়েছে বিজ্ঞাপনে। সঙ্গে প্রকাশিত হয়েছে লাঙল কাঁধে হাসিমুখে দাড়িয়ে থাকা ৩৫ বছর বয়সি হরপ্রীতের ছবি। বিপত্তি তার পরেই। হোশিয়ারপুরের এই কৃষক এক জন অভিনেতাও। দু’সপ্তাহ ধরে তিনি সিংঘু সীমানায় বিক্ষোভে শামিল হয়েছেন। বিজ্ঞাপনের সেই ছবি এক বন্ধু হরপ্রীতকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। এর পরেই হরপ্রীত অভিযোগ করেন, সাত বছর আগে তোলা তাঁর ছবি বিনা অনুমতিতে নিজেদের পোস্টারে ব্যবহার করেছে বিজেপি। হরপ্রীত আজ সাংবাদিকদের বলেন, ‘‘সবাই আমাকে বিজেপির পোস্টার বয় বলতে শুরু করেছে। কিন্তু সেটা সত্যি নয়। আমি আন্দোলনে শামিল হওয়া কৃষকদের পোস্টার বয়।’’ তিনি বিজেপিকে আইনি নোটিস পাঠাতে চলেছেন।