BJP vs Congress

‘মিথ্যাবাদী’! ভোটার তালিকায় ব্রাজ়িলীয় মডেলের ছবি দেওয়া নাম দেখানোর পরই রাহুলকে তোপ হরিয়ানার মুখ্যমন্ত্রীর

২০২৪ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তবে রাহুলের অভিযোগ, ভোটচুরি করে সেই নির্বাচন জিতেছে পদ্মশিবির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৯:১৭
Share:

(বাঁ দিকে) রাহুল গান্ধী এবং নয়াব সিংহ সাইনি (ডান দিকে)। — ফাইল চিত্র।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে ‘ভোটচুরি’ হয়েছে! এমন অভিযোগ তুলে শোরগোল ফেলে দেন কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বেশ কয়েকটি উদাহরণ তুলে ‘এইচ বোমা’ ফাটান তিনি। এ বার তাঁর অভিযোগ নিয়ে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। তিনি কংগ্রেস নেতাকে ‘মিথ্যাবাদী’ বলে তোপ দেগেছেন। তাঁর দাবি, হতাশা থেকে এ ধরনের মন্তব্য করছেন রাহুল।

Advertisement

কংগ্রেস নেতার অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই জবাব দেন সাইনি। তাঁর দাবি, কংগ্রেসের হার থেকে মনোযোগ সরাতে রাহুল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। সাইনির কথায়, ‘‘জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি (রাহুল গান্ধী), কারণ কংগ্রেসের কাছে বলার মতো আর কিছু নেই।’’

সাইনি বলেন, ‘‘রাহুল গান্ধী মিথ্যা কথা বলছেন। তাঁর পরিবারের চার প্রজন্ম এই দেশে শাসন করেছে। তবুও প্রাসঙ্গিক থাকার জন্য তাঁকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে।’’ শুধু একা সাইনি নন, একাধারে বিজেপির অনেক নেতানেত্রীই সরব হয়েছেন রাহুল এবং কংগ্রেসের বিরুদ্ধে। পদ্মশিবিরের অভিযোগ, বিহারের নির্বাচনের আগে হরিয়ানা ভোট নিয়ে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন রাহুল।

Advertisement

২০২৪ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাহুল অভিযোগ করেন ওই ভোটে কারচুপি করে জিতেছে পদ্মশিবির। কংগ্রেসকে হারাতে বিজেপি ‘পরিকল্পিত’ কৌশল নিয়েছিল হরিয়ানায়। উদাহরণ দিতে গিয়ে তিনি এক ব্রাজ়িলীয় মডেলের কথা বলেন। তাঁর দাবি, হরিয়ানার ভোটার তালিকায় এক ব্রাজ়িলীয় মডেলের ছবি ভিন্ন ভিন্ন নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে। অন্তত ২২টি ‘ভুয়ো’ নামের পাশে ওই মডেলের ছবি ব্যবহার করে ‘জালিয়াতি’ করেছে বিজেপি। রাহুল যে ব্রাজ়িলিয়ান মডেলের কথা বলছেন তাঁর নাম, ম্যাথুজ় ফেরেরো!

শুধু তা-ই নয়, রাহুল আরও দাবি করেন, হরিয়ানায় দু’কোটি ভোটার। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়ো! রিয়ানার মোট ভোটারের প্রায় ১২ শতাংশই জাল। বিজেপি সেই ভুয়ো ভোটার কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে। রাহুলের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে বিজেপি ‘পরিকল্পিত’ কৌশল নিয়েছিল হরিয়ানায়। আর সবটাই জানত নির্বাচন কমিশন। রাহুলের দাবি, ‘‘কংগ্রেসকে হারাতে হরিয়ানায় বিজেপি কমিশনের সঙ্গে আঁতাঁত করেছিল।’’ কংগ্রেস নেতার কথায়, ‘‘হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রায় সব বুথফেরত সমীক্ষায় নিশ্চিত ভাবে বলা হয়েছিল কংগ্রেস জিতছে। কিন্তু ফলপ্রকাশের পর দেখা গেল পুরো উল্টো ছবি। এটা কী ভাবে সম্ভব?’’ রাহুলের দাবি, ‘‘হরিয়ানার ইতিহাসে প্রথম বার পোস্টাল ব্যালটগুলি প্রকৃত ভোটের সঙ্গে মেলেনি।’’ যদিও রাহুলের অভিযোগ খারিজ করে দেয় কমিশন। তারা জানায়, হরিয়ানার ভোটার তালিকার বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি। কোনও মামলাও হয়নি।

রাহুলের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, ‘‘নিজের ব্যর্থতা লুকোতেই রাহুল গান্ধী এ ধরনের সাংবাদিক বৈঠক করেছেন। আগামিকাল (বৃহস্পতিবার) বিহারে ভোট, আর আজ (বুধবার) উনি হরিয়ানা নিয়ে কথা বলছেন। এ থেকেই বোঝা যায়, বিহারে তাঁরা কিছু করতে পারেননি। তাই নজর ঘোরাতে হরিয়ানা নিয়ে উল্টোপাল্টা বকছেন রাহুল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement