Nafe Singh Rathee

বিজেপি শাসিত হরিয়ানায় খুন বিরোধী দলের নেতা, রাজনৈতিক চক্রান্ত দেখছেন বিরোধীরা

পুলিশ সূত্রে খবর, আইএনএলডির ওই নেতার সঙ্গে তিন জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন। এলোপাথাড়ি গুলিতে তাঁরাও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নফের সঙ্গে থাকা এক দলীয় কর্মীরও গুলি লেগে মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০১
Share:

ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-এর হরিয়ানার সভাপতি নফে সিংহ রাঠী। ছবি: সংগৃহীত।

বিজেপি শাসিত হরিয়ানায় খুন বিরোধী দলের নেতা। গুলি করে খুন করা হল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-এর হরিয়ানার সভাপতি নফে সিংহ রাঠীকে। গাড়িতে যাওয়ার সময় তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। রবিবার হরিয়ানার ঝাজ্জর জেলার বাহাদুরগড় এলাকায় একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে তিনি খুন হন। আইএনএলডি নেতা রাকেশ সিংহ জানান, গুলিবিদ্ধ অবস্থায় নফেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। লোকসভা ভোটের আগে প্রাক্তন বিধায়কের খুনের ঘটনায় রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে দাবি তাঁর দলের। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আইএনএলডির ওই নেতার সঙ্গে তিন জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন। এলোপাথাড়ি গুলিতে তাঁরাও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নফের সঙ্গে থাকা এক দলীয় কর্মীরও গুলি লেগে মৃত্যু হয়েছে। নফে বাহাদুরগড়ের দু’বারের বিধায়ক। ওই খুনের ঘটনায় রাজনৈতিক চক্রান্ত দেখছে তাঁর দল। আইএনএলডির সাধারণ সম্পাদক অভয় সিংহ চৌটালা বলেন, ‘‘নফের মৃত্যুতে গোটা দল স্তব্ধ। কয়েক দিন আগে হামলার আশঙ্কা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ডিজি এবং কমিশনারের কাছে নিরাপত্তার আবেদন করেছিলেন তিনি। কিন্তু কোনও নিরাপত্তা দেওয়া হয়নি। ফলে এই খুনের দায় সরকার ঝেড়ে ফেলতে পারে না।’’

ওই খুনের ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডা। তাঁর কথায়, ‘‘একটি রাজনৈতিক দলের সভাপতি খুনের ঘটনা খুবই দুঃখজনক। ওই ঘটনা স্পষ্ট করে দিল রাজ্যের আইনশৃঙ্খলার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। এ রাজ্যে কেউ নিজেকে সুরক্ষিত মনে করেন না।’’ পুলিশ জানিয়েছে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হবে। গত জানুয়ারিতে নফে-সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল মনোহরলাল খট্টরের পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন