প্রণববাবুর জন্য ইলিশ

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য ইলিশ এনেছেন শেখ হাসিনা। দু’চারটে নয়, একেবারে ৩০ কেজি। তবে টাটকা নয়। কারণ বাংলাদেশে এই সময়ে ইলিশ ধরা বারণ। ইলিশের মরসুমও নয় এটা। তবে শেখ হাসিনার নৈশভোজে এই ইলিশ পাতে পড়ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০৩:৪৩
Share:

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য ইলিশ এনেছেন শেখ হাসিনা। দু’চারটে নয়, একেবারে ৩০ কেজি। তবে টাটকা নয়। কারণ বাংলাদেশে এই সময়ে ইলিশ ধরা বারণ। ইলিশের মরসুমও নয় এটা। তবে শেখ হাসিনার নৈশভোজে এই ইলিশ পাতে পড়ছে না। রাষ্ট্রপতির স্বজন ও ভবনের কর্মীরাই তা খাবেন। প্রণববাবুর জন্য মিহি ধুতি ও পাঞ্জাবিও এনেছেন হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তাঁর নাম খোদাই করা চামড়ার ব্যাগ, পাঞ্জাবি, চুড়িদার, মুজিব কোট। শাড়ি এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সকন্যা সনিয়া গাঁধীর জন্যও। তবে সেখানেও প্রথা ভঙ্গ। এই প্রথম জামদানির বদলে রাজশাহি সিল্ক।

Advertisement

আরও পড়ুন:দিল্লি পৌঁছলেন হাসিনা, প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে হাজির মোদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement