Saket Gokhale

৫০ লক্ষ টাকা জরিমানা বহাল, দিল্লি হাই কোর্টে খারিজ মানহানিতে দোষী তৃণমূল সাংসদ সাকেতের আর্জি

প্রাক্তন কূটনীতিবিদ লক্ষ্মী পুরি দিল্লি হাই কোর্টে সাকেতের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। গত জুলাই মাসে দিল্লি হাই কোর্ট , সাকেতকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১২:০৬
Share:

সাকেত গোখলে। —ফাইল চিত্র।

তৃণমূল সাংসদ সাকেত গোখলের আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর বিরুদ্ধে সমাজমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে গত বছরের জুলাই মাসে সাকেতের ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিল দিল্লি হাই কোর্ট। সেই রায়ই বহাল রাখা হয়েছে।

Advertisement

রায় পুনর্বিবেচনার জন্য সাকেতের আবেদন খারিজ করে দিল্লি হাই কোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব তাঁর নির্দেশে জানিয়েছেন, আইন মেনে ১৮০ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর কথা। কিন্তু সাকেত তা করেননি। তাই আবেদন খারিজ করা হচ্ছে। দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, মানহানির মামলায় দোষী তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেতের প্রতি মাসের বেতনের দুই-তৃতীয়াংশ কেটে নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে ধারাবাহিক টুইট বার্তায় গোখলে পুরী দম্পতির সুইৎজারল্যান্ডে কেনা একটি অ্যাপার্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী এবং তার স্বামী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপের সম্পদের বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত চেয়েছিলেন। সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও টুইটগুলিতে ট্যাগ করেছিলেন। পরে দিল্লি হাই কোর্টের নির্দেশে টুইটগুলি মুছে দেন সাকেত। কিন্তু তাতে মানহানি মামলা থেকে রেহাই পাননি তিনি। সাকেতের পাশে দাঁড়াতে তৃণমূলের বাকি ৪০ জন সাংসদ তাঁকে প্রতি মাসে ৪,০০০ করে টাকা দেবেন বলে দলীয় স্তরে সিদ্ধান্ত হয়েছে আগেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement