Madhya Pradesh School

‘অবসাদ’ কাটাতে ‘প্রিয়’ ছাত্রীকে জোর করে আলিঙ্গন! মধ্যপ্রদেশের স্কুলে প্রধানশিক্ষকের কাণ্ডে হুলস্থুল

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ২৬ জুলাইয়ের। অভিযোগ, ওই দিন প্রধানশিক্ষক ক্লাসরুমে আসেন। সকলের সামনে ওই ছাত্রীকে নিজের সবচেয়ে ‘প্রিয় ছাত্রী’ বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৫:৩০
Share:

প্রতীকী ছবি।

স্কুলের মধ্যে ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠল প্রধানশিক্ষকের বিরুদ্ধে। ‘অবসাদ’ কাটাতে সপ্তম শ্রেণির ছাত্রীকে নিজের ঘরে ডেকে জোর করে আলিঙ্গন করেন। এ কথা কাউকে জানালে খুন করা হবে বলেও ছাত্রীকে হুমকি দেওয়া হয়। দু’সপ্তাহ ভয়ে চুপ থাকার পর অবশেষে পরিবারের কাছে বিষয়টি জানায় সে। তার পরই বৃহস্পতিবার শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। ঘটনাটি মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি সরকারি স্কুলের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ২৬ জুলাইয়ের। অভিযোগ, ওই দিন প্রধানশিক্ষক ক্লাসরুমে আসেন। সকলের সামনে ওই ছাত্রীকে নিজের সবচেয়ে ‘প্রিয় ছাত্রী’ বলে ঘোষণা করেন। এবং সেই সঙ্গে তিনি জানান, যখন কোনও শিক্ষক অবসাদে ভোগেন, তখন তাঁর প্রিয় ছাত্রছাত্রীকে আলিঙ্গন করলেই মানসিক চাপ কমে।

ওই দিনই বিকেল ৪টের সময় ক্লাস শেষ হলে এক সহপাঠীকে নিয়ে স্কুলের স্টোররুমে কিছু জিনিস রাখতে যান ওই ছাত্রী। অভিযোগ, তখন প্রধানশিক্ষক ছাত্রীটিকে তাঁর ঘরে আসার জন্য বলেন। ছাত্রীর সঙ্গে থাকা সহপাঠীকে চলে যেতে বলেন। ছাত্রীটি প্রধানশিক্ষকের ঘরে ঢুকতেই তার হাত ধরে টেনে নিয়ে জোর করে আলিঙ্গন করেন বলে অভিযোগ। বাধা দেওয়ার চেষ্টা করায় ছাত্রীকে খুনেরও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। শিক্ষককে গ্রেফতারের দাবিতে পড়ুয়াদের অভিভাবকেরা বিক্ষোভ দেখান। জেলা শিক্ষা দফতরও এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement