National news

খাদির ব্যবসা বাড়াতে নয়া উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রকের

খাদির উন্নতির স্বার্থে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে খাদি সামগ্রী ব্যবহারের নির্দেশ দিল স্বাস্থ্য মন্ত্রক। এখনও পর্যন্ত দেশের ২৩টি হাসপাতালকে এই নির্দেশ দিয়েছে মন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৯
Share:

ফাইল চিত্র।

খাদির উন্নতির স্বার্থে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে খাদি সামগ্রী ব্যবহারের নির্দেশ দিল স্বাস্থ্য মন্ত্রক। এখনও পর্যন্ত দেশের ২৩টি হাসপাতালকে এই নির্দেশ দিয়েছে মন্ত্রক। সাবান, রোগীর পোশাক থেকে ডাক্তারের পোশাক সবই কিনতে হবে খাদি থেকে।

Advertisement

বুধবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই নির্দেশ দেওয়ার পরই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে খাদিতে। হাসপাতালগুলিতে খাদি সরবরাহ করতে পারবে এমন ৪৫টি দ্রব্যের তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে রয়েছে রোগীর কম্বল, পোশাক, পর্দা, বিছানার চাদর, সাবান, চিকিৎসকের পোশাক ইত্যাদি। যা এইমস, চন্ডীগড়ের পিজিআই, জিপমের পুদুচেরি, নিমহান্স বেঙ্গালুরুর মতো হাসপাতালে সরবরাহ করা হবে। সব মিলিয়ে চলতি বছরে এর জন্য ১৫০ কোটি টাকার অর্ডার পেয়েছে খাদি গ্রামোদ্যোগ কমিটি।

আরও পড়ুন: হুইলচেয়ারে শিক্ষক! মানবোই না, ‘দেখে নেওয়া হবে’ প্রধান শিক্ষিকাকে

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন