মোবাইল ফোনে আধার যোগ সময় বাড়ানো কোর্টের হাতে

শুক্রবার এ বিষয়ে রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। ঠিক হবে, আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের সময়সীমা ৩১ মার্চই থাকবে না আরও বাড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ০৩:২৭
Share:

প্রতীকী ছবি।

ব্যাঙ্কের সঙ্গে আধার ও প্যান কার্ড যোগের সময়সীমা ইতিমধ্যেই ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০১৮-র ৩১ মার্চ করা হয়েছে। এ বার কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানাল, আদালত চাইলে মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগের সময়সীমাও বাড়িয়ে ৩১ মার্চ করে দিলে তাদের আপত্তি নেই। এখন এই সময়সীমা ৬ ফেব্রুয়ারি রয়েছে।

Advertisement

শুক্রবার এ বিষয়ে রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। ঠিক হবে, আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের সময়সীমা ৩১ মার্চই থাকবে না আরও বাড়বে। এবং মোবাইল-আধার যোগের সময়সীমা বাড়বে কি না। না কি আধার যোগ করার সব রকম নির্দেশিকাতেই স্থগিতাদেশ জারি হবে। এ’টি অবশ্যই অন্তর্বর্তী রায়। সব ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে এক গুচ্ছ মামলা হয়েছে, ১৭ জানুয়ারি তা নিয়ে সাংবিধানিক বেঞ্চে শুনানি শুরু হবে।

সব ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করে দিয়ে ব্যক্তি পরিসরের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে। আজ প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে মামলাকারীদের তরফে আইনজীবী শ্যাম দিভান যুক্তি দেন, আধার বাধ্যতামূলক করার ফলে রেশন না পেয়ে অনাহারে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

Advertisement

সম্প্রতি ঝাড়খণ্ডে আধার সমস্যায় রেশন না-পেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। সংবাদমাধ্যম ও ওয়েবসাইটে সেই সংক্রান্ত রিপোর্ট তুলে ধরেন দিভান। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, আদালত কি সংবাদমাধ্যমের রিপোর্ট দেখতে বাধ্য? দিভান যুক্তি দেন— শিশুদের পরীক্ষা, স্কলারশিপ, নার্সারিতে ভর্তির ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করা হচ্ছে। বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘‘সরকারি নির্দেশিকার ফলে সামাজিক সুরক্ষা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগ করলে তার উপযুক্ত নথিও পেশ করতে হবে। যাতে সরকারও তার জবাব দেওয়ার সুযোগ পায়।’’

আজ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চকে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, সরকারি প্রকল্পে আর্থিক সাহায্য পাওয়ার জন্য আধার যোগের সময়সীমা সব ক্ষেত্রেই বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করতে সরকার রাজি। কিন্তু নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক রাখা হোক।

দিভানের যুক্তি ছিল— সুপ্রিম কোর্টই বলেছিল আধার বাধ্যতামূলক নয়। কিন্তু সরকার আইন করে বাস-ট্রেনের টিকিটের জন্যও আধারকে বাধ্যতামূলক করে দিচ্ছে। ফলে সুপ্রিম কোর্টের সম্মানে ঘা লাগছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন