অন্ধ্র, তেলেঙ্গানা, ওড়িশায় দাবদাহের বলি অন্তত ১৩০

সাম্প্রতিক কালের মধ্যে উষ্ণতম এপ্রিলে দেশের তিন রাজ্যে দাবদাহের বলি বেড়ে চলেছে। অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা মিলিয়ে মৃতের সংখ্যা ১০০ ছুঁয়েছে। অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে ওড়িশায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ১৬:৪৪
Share:

সাম্প্রতিক কালের মধ্যে উষ্ণতম এপ্রিলে দেশের তিন রাজ্যে দাবদাহের বলি বেড়ে চলেছে। অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা মিলিয়ে মৃতের সংখ্যা ১০০ ছুঁয়েছে। অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে ওড়িশায়।

Advertisement

আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে দেশের অধিকাংশ রাজ্যেই। তেলেঙ্গানায় বৃহস্পতিবারের তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছিল। গত ৪৩ বছরের রেকর্ড ভেঙে হায়দরাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। ক’দিনের মধ্যে এই তাপমাত্রা ৪৫ ছুঁতে পারে। ওড়িশাতেও বিভিন্ন এলাকা গরমে ধুঁকছে। গত ১০ দিন ধরেই কটক, ভুবনেশ্বর, খুরদা, বালাসোরের মতো অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪২-এর নীচে নামেনি।

আরও পড়ুন:
ভয়ানক দাবদাহ থেকে ভালো থাকার উপায় বলছেন চিকিত্‌সকরা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement