Landslide in Odisha

বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা, পর পর ধস তিন জেলায়! মৃত দুই, আরও ভারী বর্ষণের সতর্কতা পুরী-সহ সাত জেলায়

মৌসম ভবন জানিয়েছে, এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না। ভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে সাতটি জেলায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১১:৩৪
Share:

ভারী বৃষ্টির সতর্কতা ওড়িশায়। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা। বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় ধস নেমেছে। আর তার জেরে দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আহত বেশ কয়েক জন।

Advertisement

গত কয়েক দিন ধরেই ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শুক্রবার ভারী বৃষ্টি গজপতি, রায়গড়া, কোরাপুট জেলায়। আর তার জেরেই এই তিন জেলার বেশ কয়েকটি জায়গায় ধস নামে। রাজ্যের গজপতি জেলার বস্তিগুড়া গ্রাম পঞ্চায়েতে ধস নেমে ত্রিনাথ নায়েক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আবার মেরিপল্লি গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মণ নায়েক নামে আরও এক ব্যক্তির ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না। ভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে সাতটি জেলায়। তার মধ্যে রয়েছে পুরী, গঞ্জাম, গজপতি, রায়গড়, কোরাপুট, কালাহান্ডি এবং কন্ধমালে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১৬টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা এবং বাকি সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

Advertisement

ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল এবং সড়ক যোগাযোগেও প্রভাব পড়েছে। শুক্রবার কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য বৃষ্টি এবং ধসকবলিত এলাকাগুলিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement