ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত তেলঙ্গানা। বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেলাশাসকদের এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। করিমনগর জেলায় একটি নির্মীয়মাণ বাঁধ উপচে ভেসে গিয়েছে বহু এলাকা। সোমবার মন্ত্রিসভার বৈঠক বাতিল করে দিয়েছেন রাও।