Statue of Unity

এ বার কপ্টারে করেই পৌঁছনো যাবে ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে

কপ্টার পরিষেবা চালুর পর থেকে ছয় জন সাংবাদিক সহ ৫৯ জন পর্যটক এই পরিষেবা গ্রহণ করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৫:০৭
Share:

স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছতে শুরু হল কপ্টার পরিষেবা। অলঙ্করণে তিয়াসা দাস।

এ বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন পৃথিবীর সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’। তার পর থেকেই পর্যটকরা ভিড় করছেন গুজরাতের কেভাদিয়ায় ১৮২ মিটার উঁচু সর্দার বল্লভভাই পটেলের এই মূর্তি দেখতে। পর্যটকদের সুবিধার জন্য রবিবার থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করল গুজরাত সরকার।

Advertisement

হেলিকপ্টারে করে এই মূর্তির কাছে পৌঁছতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। এর জন্য পর্যটকদের খরচ করতে হবে মাত্র ২ হাজার ৯০০ টাকা।

কপ্টার পরিষেবা চালুর পর থেকে ছয় জন সাংবাদিক সহ ৫৯ জন পর্যটক এই পরিষেবা গ্রহণ করেছেন।

Advertisement

আরও পড়ুন: ‘গুলি করে মারুন’ ফোনে নির্দেশ দিয়ে বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী

সর্দারের এই মূর্তি দেশের পর্যটকদের কাছে নতুন আর্ষণের কেন্দ্র। সংবাদসংস্থা পিটিআই-এর পরিসংখ্যান অনুযায়ী উদ্বোধনের পর প্রথম ১১ দিনে প্রায় ১ লক্ষ ৩০ হাজার পর্যটক এসেছেন এখানে। গুজরাত সরকারের হিসাব অনুসারে, প্রতিদিন ১৫ হাজার পর্যটক পৃথিবীর সর্বোচ্চ মূর্তি দেখতে আসেন। এজন্য ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র কাছে গেস্ট হাউস তৈরির জন্য দেশের সমস্ত রাজ্যের কাছে অনুরোধ জানিয়েছে গুজরাত সরকার।

প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ করে এই মূর্তি বানিয়েছে গুজরাত সরকার।

আরও পড়ুন: মহিলা পেইং গেস্টদের ঘরে লুকনো ক্যামেরা, মুম্বইয়ে ধৃত বাড়িওয়ালা

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন