আগামী ৩০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিক ফল-কেলেঙ্কারির চার্জ গঠনের নির্দেশ দিল পটনা হাইকোর্ট।
আজ আদালতের তরফে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠন না হলে প্রধান অভিযুক্ত বাচ্চা যাদব ওরফে অমিত কুমারকে জামিন দেওয়া হবে। পাশাপাশি, রাজ্য সরকারকে মামলার কেস ডায়েরি অবিলম্বে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য গত বছর রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধা কেলেঙ্কারির অভিযোগে তৎকালীন বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির অধ্যক্ষ লালকেশ্বর প্রসাদ, তাঁর স্ত্রী প্রাক্তন বিধায়ক উষা সিংহ, সমিতির সচিব হরিহরনাথ ঝা, বিষুণ রায় কলেজের অধ্যক্ষ বাচ্চা যাদব, মেধা তালিকায় প্রথম রুবি রায়-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়।
এ দিকে, এ দিনই রাজ্যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল। কয়েক জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছডিয়ে পড়ে। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি ও রাজ্য পুলিশ সমস্ত অভিযোগ ও গুজব খতিয়ে দেখছে।