Delhi

হাড় কাঁপানো শীতে হাসির পারদ চড়ছে দিল্লিবাসীদের ‘মিম’-এ

দিল্লির এই ঠান্ডায় ঠিক কেমন তাঁদের পরিস্থিতি, তা বোঝাতে একের পর এক ‘মিম’ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন দিল্লিবাসীরা। এই ‘মিম’ গুলি দেখলে হাসি চাপতে পারবেন না আপনিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৪১
Share:

প্রবল ঠান্ডাও ছাড় পেল না 'মিম' হওয়ার থেকে। অলংকরন: তিয়াসা দাস

প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি। পাল্লা দিয়ে রোজই নামছে পারদ। গত ১২ বছরের মধ্যে এইবার দিল্লি শীতলতম, জানাচ্ছে আবহাওয়া দফতর। কনকনে হাওয়া আর কুয়াশা ঢাকা পরিবেশে শীতের সঙ্গে যুঝতে দিল্লিবাসীরা খুঁজে নিয়েছেন নতুন একটি মজার উপায়। দিল্লির এই ঠান্ডায় ঠিক কেমন তাঁদের পরিস্থিতি, তা বোঝাতে একের পর এক ‘মিম’ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন দিল্লিবাসীরা। এই ‘মিম’ গুলি দেখলে হাসি চাপতে পারবেন না আপনিও।

Advertisement

দেশের কম ঠান্ডা পড়ে যে অঞ্চলগুলিতে, তাদের সঙ্গে দিল্লির শীতকালের তুলনা থেকে শুরু করে শীতকালে দৈনন্দিন কাজ গুলি কীভাবে করা হয়, সেই সব বিষয়ই উঠে এসেছে এই ‘মিম’ গুলিতে। অবধারিত ভাবে এসেছে শীতকালে স্নান করবার প্রসঙ্গও।

এরমধ্যেই একটি ‘মিম’-এ দেখা যাচ্ছে আমির খানের জনপ্রিয় চলচ্চিত্র ‘পিকে’-র সংলাপ উদ্ধৃত করে চেন্নাই থেকে দিল্লিতে কাজের জন্য আসা দক্ষিন ভারতীয়েরা ঘরে ফিরতে চেয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আবার সারা বছর ‘ঘুরতে যাব ঘুরতে যাব’ করলেও এই ঠান্ডায় সিমলায় ঘুরতে যাওয়ার প্রস্তাব এলে কী উত্তর আসতে পারে, তাও দেখানো হয়েছে একটি ‘মিম’-এ।

Advertisement

দেখে নিন সেই ‘মিম’ গুলি:

আরও পড়ুন: অম্বানী, দীপিকা, প্রিয়ঙ্কার নয়, এই বিয়েই ২০১৮-র ‘সেরা’!

আরও পড়ুন: ‘গুলি করে মারুন’ ফোনে নির্দেশ দিয়ে বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement