Hillary Clinton

অম্বানী-কন্যার বিয়েতে ‘তু নে মারি এন্ট্রিয়া’র সুরে নাচলেন হিলারি ক্লিন্টনও!

ঈশা-আনন্দের বিয়ে উপলক্ষে জাঁকজমক পূর্ণ ‘সঙ্গীত’-এর আয়োজন করা হয়েছিল উদয়পুরে। সেখানেই একটি অনুষ্ঠানের ভিডিয়োতে বলিউডের তারকাদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি এবং ওবামা সরকারের বিদেশ সচিব হিলারি ক্লিন্টনকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৩:০৫
Share:

অম্বানী কন্যার বিয়েতে যোগ দিতে ভারতে প্রাক্তন মার্কিন বিদেশ সচিব।

‘লেট’স নাচো’, ‘আভি তো পার্টি শুরু হুয়ি হে’ বা ‘তুনে মারি এন্ট্রিয়া’র তালে তালে নাচতে তো অনেক নামী-দামী তারকাকেই দেখা গেছে। কিন্তু যদি কখনও এই বলিউড নাম্বারের তালে পা মেলাতে দেখা যায় হিলারি ক্লিন্টনের মতো হেভিওয়েটকে, তবে তো আশ্চর্য হওয়ারই কথা। সম্প্রতি এরকমটাই ঘটল মুকেশনীতা অম্বানীর মেয়ে ঈশার সঙ্গে পিরামল গ্রুপের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর আনন্দ পিরামলের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে।

Advertisement

ঈশা-আনন্দের বিয়ে উপলক্ষে জাঁকজমক পূর্ণ ‘সঙ্গীত’-এর আয়োজন করা হয়েছিল উদয়পুরে। এসেছিলেন দেশ-বিদেশের ‘কেউকেটা’রা। পপসঙ্গীত তারকা বিয়ন্সে থেকে শুরু করে বলিউডের নামীদামি তারকারা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এসেছিলেন প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন ও জন কেরিও। সেখানেই একটি অনুষ্ঠানের ভিডিয়োতে বলিউডের তারকাদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি এবং ওবামা সরকারের বিদেশ সচিব হিলারি ক্লিন্টনকে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

আরও পড়ুন: ঈশা-আনন্দ কীভাবে ‘বরমালা’ পরালেন একে অন্যকে? দেখুন ভিডিয়ো

Advertisement

ভিডিয়োতে হিলারি ক্লিন্টনের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে বলিউড তারকা শাহরুখ খান, ঐশ্বর্যা রাই, অভিষেক বচ্চন এমনকি মুকেশ অম্বানীকেও।

আরও পড়ুন: মমতা থেকে হিলারি, রজনীকান্ত থেকে দীপিকা, দেখুন ঈশা অম্বানীর বিয়ের অ্যালবাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement