ঘুষকাণ্ড নিয়ে তদন্ত চান হিমন্ত

অসমের কোন সরকারি কর্তা বা মন্ত্রী জল প্রকল্পের বরাত দেওয়ার বদলে মার্কিন সংস্থার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন, সে বিষয়ে তদন্ত দাবি করলেন প্রাক্তন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:৫২
Share:

অসমের কোন সরকারি কর্তা বা মন্ত্রী জল প্রকল্পের বরাত দেওয়ার বদলে মার্কিন সংস্থার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন, সে বিষয়ে তদন্ত দাবি করলেন প্রাক্তন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Advertisement

২০০৬ থেকে ২০১১ পর্যন্ত হিমন্তই গুয়াহাটি উন্নয়ন বিভাগের মন্ত্রী ছিলেন। অভিযোগ, ২০০৯-১০ সালে মার্কিন সংস্থা লুই বার্গারের দুই কর্তা জল প্রকল্পের বরাত পেতে গোয়া ও গুয়াহাটির মন্ত্রী ও কর্তাদের মোটা ঘুষ দেন। তার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। গত কাল আমেরিকার আদালত ওই ঘটনায় জড়িত দুই কর্তাকে দোষী সাব্যস্ত করে। সংস্থার তরফে জানানো হয়, ভারতীয় কর্তাদের ঘুষ দেওয়ার প্রমাণ ও নথি তাদের কাছে রয়েছে।

হিমন্ত বলেন, ‘‘প্রকল্পের জন্য অন্তত ১০টি সংস্থা টেন্ডারে এসেছিল। জিএমডিএর অধীনে ও জাপানি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জেআইসিএ) তত্ত্বাবধানে নিউ জার্সির লুই বার্গার, টোকিওর নিহন সুইডো ও শাহ কনসালট্যান্টকে জল প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়। অন্য সংস্থা এ নিয়ে অভিযোগ জানায়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement