National News

বেপাত্তা হওয়ার আগে ডেরায় ফিরেছিলেন হানিপ্রীত!

সোমবার সিরসার হুডা পুলিশ ফাঁড়িতে বিশেষ তদন্তকারী দলের দল (সিট)-এর মুখোমুখি হন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে প্রশ্নোত্তর পর্বে চলে তাঁর। দববালির ডিএসপি কুলদীপ বেনিওয়ালের নেতৃত্বে গঠিত দলের সামনে বিপাসনা জানিয়েছেন, গত ২৫ অগস্ট রোহতক থেকে সিরসায় এসেছিলেন হানিপ্রীত। এবং সেই ব্যবস্থা করে দিয়েছিলেন বিপাসনা স্বয়ং।

Advertisement

সংবাদ সংস্থা

সিরসা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৫:০১
Share:

ছবি: সংগৃহীত।

পঞ্চকুলায় ডেরা ভক্তদের তাণ্ডবের পর সিরসায় ফিরে এসেছিলেন হানিপ্রীত। এমনটাই দাবি বিপাসনা ইনসানের।

Advertisement

সোমবার সিরসার হুডা পুলিশ ফাঁড়িতে বিশেষ তদন্তকারী দলের দল (সিট)-এর মুখোমুখি হন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে প্রশ্নোত্তর পর্বে চলে তাঁর। দববালির ডিএসপি কুলদীপ বেনিওয়ালের নেতৃত্বে গঠিত দলের সামনে বিপাসনা জানিয়েছেন, গত ২৫ অগস্ট রোহতক থেকে সিরসায় এসেছিলেন হানিপ্রীত। এবং সেই ব্যবস্থা করে দিয়েছিলেন বিপাসনা স্বয়ং। সে দিনই পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহকে। এর পরই হরিয়ানা ও পঞ্জাবের বিভিন্ন অংশে ডেরা ভক্তদের হিংসার বলি হন ৩৮ জন। আহত হন আড়াইশোরও বেশি। রাম রহিমের সঙ্গে মিলিত ভাবে গোটা ঘটনা ছক কষেছিলেন হানিপ্রীত।

আরও পড়ুন

Advertisement

ডাক্তার না হতে পারায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী!

ট্র্যাক না ছুঁয়ে এই ভাবেই উড়ে যায় বুলেট ট্রেন

বিপাসনার দাবি, ২৭ অগস্ট থেকেই ডেরা থেকে বেপাত্তা হয়ে যান রাম রহিমের পালিতকন্যা হানিপ্রীত। এমনকী, ডেরার সঙ্গে সমস্ত সম্পর্কও ছিন্ন করে দেন তিনি।

জোড়া ধর্ষণের দায়ে গুরমিত রাম রহিম সিংহের জেলযাত্রার পরই থেকেই বেপাত্তা হানিপ্রীত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে হরিয়ানা পুলিশ। হানিপ্রীত দেশ ছেড়ে নেপালে গা-ঢাকা দিয়েছেন বলে সন্দেহ পুলিশের। গত কাল দুপুরে ডেরার কার্যকলাপ নিয়েও বিপাসনাকে জিজ্ঞাসাবাদ করে সিট। সিরসায় ডেরার নিরাপত্তারক্ষীদের সম্পর্কেও প্রশ্ন করা হয় তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন