Operation Sindoor

‘বদলা নিলেন মোদী’, প্রত্যাঘাতের কথা শুনে চোখে জল, সেনাকে কুর্নিশ জানাচ্ছেন পহেলগাঁওয়ে নিহতদের পরিজনেরা

বুধবার ভোর থেকেই উচ্ছ্বাস শুরু হয়েছে জম্মু-কাশ্মীরেও। কোথাও কোথাও ‘ভারতীয় সেনা জিন্দাবাদ’, ‘ভারত মাতা কি জয়’ প্রভৃতি স্লোগান তুলে করতালিতে ফেটে পড়তে দেখা গিয়েছে স্থানীয়দের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১০:৪৮
Share:

পাকিস্তানে হামলার পরের ছবি। ছবি: পিটিআই।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিন পর ‘প্রতিশোধ’ নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি এলাকায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার এই সাফল্যে উল্লসিত অনেকেই। কিন্তু কী বলছেন পহেলগাঁওয়ে নিহতদের স্ত্রীরা, যাঁদের সিঁথির সিঁদুর মুছে গিয়েছিল গত ২২ এপ্রিলের কয়েক মিনিটের জঙ্গিহানায়!

Advertisement

বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বেছে বেছে পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোর কেন্দ্রস্থলে ভারতের এই হামলায় আনন্দিত পহেলগাঁওয়ে নিহতদের পরিজনেরা। কেউ বলছেন, এত দিনে শান্তি পেলাম। কেউ কেউ চোখের জল ধরে রাখতে পারছেন না। নিহত সন্তোষ জগদলের কন্যা অশ্বরী জগদলের কথায়, ‘‘আনন্দে কাঁদছি! অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধ নিয়েছেন। যে ভাবে অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’, তাতে আমাদের চোখের জল বাঁধ মানছে না। যে বোনেদের সিঁথির সিঁদুর জঙ্গিরা মুছে ফেলেছিল, তাদের স্বস্তি দিয়েছে ভারত। জঙ্গিদের ন’টি কেন্দ্রে আঘাত হানা হয়েছে। এ সত্যিই এক অবর্ণনীয় অনুভূতি।’’

কেরলের কোচির বাসিন্দা নিহত এন রামচন্দ্রনের মেয়ে আরতি মেনন বলেন, ‘‘আমাদের ক্ষতি অপূরণীয়। তবে আজ আমরা গর্বিত। দু’হাত জোড় করে মোদীকে ধন্যবাদ জানাই।’’ আর এক নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী অশন্যা দ্বিবেদী বলছেন, ‘‘আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ। আমাদের গোটা পরিবার তাঁর উপর আস্থা রেখেছিল। উনি আমাদের বিশ্বাস রেখেছেন। অবশেষে আজ আমার স্বামীর আত্মা শান্তি পাবে।’’ চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিয়ে হয়েছিল কানপুরের বাসিন্দা এই যুগলের। তার পরের গল্পটা সবার জানা। বিয়ের দু’মাসের মাথায় পহেলগাঁওয়ে জঙ্গিহানায় স্বামীকে হারান অশন্যা। শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদীও বলছেন, ‘‘ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই। এই খবর শোনার পর থেকে আমার গোটা পরিবার হালকা বোধ করছে।’’

Advertisement

অন্য দিকে, বুধবার ভোর থেকেই উচ্ছ্বাস শুরু হয়েছে জম্মু-কাশ্মীরেও। কোথাও কোথাও ‘ভারতীয় সেনা জিন্দাবাদ’, ‘ভারত মাতা কি জয়’ প্রভৃতি স্লোগান তুলে করতালিতে ফেটে পড়তে দেখা গিয়েছে স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘পাক আক্রমণের যোগ্য জবাব দেওয়া সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনার প্রতি সত্যিই কৃতজ্ঞ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement