স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে জেলবন্দি স্ত্রী সোনম রঘুবংশী। —ফাইল চিত্র।
মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করার অভিযোগে গ্রেফতার হয়ে এক মাস শিলঙের জেলে বন্দি স্ত্রী সোনম। সূত্রের খবর, স্বামীকে খুনের ষড়যন্ত্র করার জন্য কোনও অনুশোচনা নেই তাঁর। অন্য দিকে, এই এক মাসে কেউ জেলে সোনমের সঙ্গে দেখা করতেও যাননি!
সূত্রের খবর, কারাগারের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন সোনম। অন্য মহিলা বন্দিদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেছেন বলে শোনা যায়নি। জেলে নিয়ম মেনে দিন কাটাচ্ছেন তিনি। তবে নিজের ব্যক্তিগত জীবন বা কৃতকর্ম নিয়ে কারও সঙ্গে কথা বলেন না সোনম। এখনও পর্যন্ত কারাগারে তাঁকে কোনও কাজ দেওয়া হয়নি। জেল সূত্রে খবর, কারাগারে তাঁকে সেলাইয়ের কাজ শেখানো হবে।
জেলের নিয়ম অনুসারে, সোনমকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ জেলে তাঁর সঙ্গে দেখা করতে আসেননি বলে জেল সূত্রে খবর। শিলঙের এই কারাগারে মোট ৪৯৬ জন বন্দি রয়েছেন। তাঁর মধ্যে ২০ জন মহিলা। সোনম হলেন এই কারাগারের দ্বিতীয় মহিলা, যাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে তাঁর উপর সর্বদা নজর রাখছেন জেল কর্তৃপক্ষ।
গত ২৩ মে মেঘালয় থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজা এবং সোনম। ১০ দিন পরে ২ জুন চেরাপুঞ্জির জলপ্রপাতের ধার থেকে রাজার দেহ উদ্ধার করা হয়। এরও অনেক পরে উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেফতার করা হয় সোনমকে। মেঘালয় পুলিশ জানিয়েছিল, সোনম আত্মসমর্পণ করেছেন। রাজার খুনে তিনিই মূল অভিযুক্ত। এ ছাড়া, তাঁর প্রেমিক রাজ এবং কয়েক জন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুনের কাজে সহায়তার জন্য রাজ তাঁদের টাকাও দিয়েছিলেন। তবে তাঁরা ভাড়াটে খুনি নন।