Explosive Recovery

রাজস্থানে উদ্ধার ট্রাকবোঝাই বিস্ফোরক! পুলিশি হানায় মিলল ৯৮১ জিলেটিন স্টিক এবং ৯৩ ডিটোনেটর, গ্রেফতার দুই

রাজস্থানে পুলিশি অভিযানে একটি ট্রাক থেকে উদ্ধার হয় কার্টন কার্টন বিস্ফোরক পদার্থ। ট্রাকে সেই সময় দু’জন ছিলেন। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৩৭
Share:

পুলিশের অভিযানে রাজস্থানে উদ্ধার ১০৯ কার্টন বিস্ফোরক। ছবি: সংগৃহীত।

ট্রাকবোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল কার্টন কার্টন বিস্ফোরক। রাজস্থানের ওই ঘটনায় উদ্ধার হয়েছে মোট ১০৯ কার্টন বিস্ফোরক পদার্থ। পাওয়া গিয়েছে ৯৮১টি জিলেটিন স্টিক, ৯৩টি ডিটোনেটর এবং একটি সেফটি ফিউজ়। দাবি করা হচ্ছে, যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে তা বিস্ফোরণস্থলের চারপাশে ১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় ক্ষয়ক্ষতি করতে পারে।

Advertisement

গোপন সূত্র মারফত পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল ওই বিস্ফোরক পাচারের বিষয়ে। সেই মতো রাজস্থানের মেওয়ার জেলার রাজসমন্দে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পুলিশকর্মীরা। খবর ছিল, ট্রাকটি ওই শহরের উপর দিয়েই যাবে। সেই মতো রাজসমন্দে রাস্তার উপর ব্যারিকেড করে তল্লাশি শুরু করে পুলিশ। ওই অভিযানেই একটি ট্রাক থেকে উদ্ধার হয় কার্টুন কার্টুন বিস্ফোরক। গ্রেফতার করা হয় ভগবত সিংহ এবং হিম্মত সিংহ নামে দুই ব্যক্তি। তাঁরা দু’জনে ওই ট্রাকেই ছিলেন। পুলিশ সূত্রে খবর, উভয়েই রাজস্থানের বাসিন্দা।

কী কারণে এত বিশাল পরিমাণে বিস্ফোরক পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি ভগবত এবং হিম্মত। সেই কারণেই তাঁদের গ্রেফতার করা হয়। বস্তুত, রাজস্থানের বিভিন্ন জায়গায় পাথরের খাদান রয়েছে। অনুমান করা হচ্ছে কোনও বেআইনি পাথর খাদানের জন্যই ওই বিস্ফোরক পদার্থগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরক পদার্থগুলির পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement